প্রযোজনায় আসার আসল কারণ জানালেন দেব

টলিউড সুপারস্টার দেবকে (Dev) নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরের। তার ছবির মুক্তির অপেক্ষায় থাকে সব অনুরাগীরা। অভিনেতা দেব ইন্ডাস্ট্রিতে সফলভাবে ১৮ বছর পার করেছে।…

dev

টলিউড সুপারস্টার দেবকে (Dev) নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরের। তার ছবির মুক্তির অপেক্ষায় থাকে সব অনুরাগীরা। অভিনেতা দেব ইন্ডাস্ট্রিতে সফলভাবে ১৮ বছর পার করেছে। তবে শুধু অভিনেতা নন একজন সফল প্রযোজকও। দেব প্রযোজক হিসাবে ইতিমধ্যেই সাত বছর পার করেছেন । তা হঠাৎ অভিনয় থেকে কেন প্রযোজনা শুরু করলেন দেব (Dev) ? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়টি স্পষ্ট করলেন অভিনেতা।

সম্প্রতি তৃণমূল নেতা কুনাল ঘোষের সঙ্গে একটি সাক্ষাৎকারে দেব (Dev) জানান,’২০১৪ সালে আমি যে ধরনের কাজ করতে চাইছিলাম আমায় সেই ধরনের ছবি দেওয়া হচ্ছিল না। অন্য ছবির ডিভিডি ধরিয়ে দেওয়া হতো আমাকে। আমার মনে হয়েছিল এভাবি দক্ষিণী রিমেক বেশিদিন চলবে না। টলিউডে তখন গুটিকয় বড় প্রযোজক। আমি ততক্ষণে হাতি হয়ে গিয়েছি, মানে আমাদের নিয়ে ছবি করতে অনেক টাকা লাগে। অনেক বিনিয়োগের দরকার হয়। কিন্তু তেমনটা পাচ্ছিলাম না। তখন নিজের মধ্যেই সেই খিদে তৈরি হয়। বাই ফোর্স আমি প্রযোজনায় আসি।’

   

দেব আরও বলেন, ‘ আমি বুঝেছিলাম অন্য প্রযোজকদের উপর নির্ভর করে বসে থাকে আমি ক্রিয়েটিভলি মরে যাব। বেশিদিন আর পারব না। তখন রুক্মিণী আমায় জিজ্ঞেস করে যে আমি কী চাইছি? বললাম যেটা চাইছি সেটা কেউ করছে না। আমি জানাই টাকা আছে। যে টাকা রোজগার করেছি সেটা দিয়েই ছবি বানাব। এরপরই ২০১৭ সালে মুক্তি পায় আমাদের প্রথম ছবি মুক্তি পায়।’

প্রসঙ্গত, ২০১৭ থেকে ২০২৪। ‘চ্যাম্প’ থেকে ‘খাদান’। ১৩টি ছবি ইতিমধ্যেই প্রযোজনা করে ফেলেছেন দেব (Dev) । চলতি বছর পুজোতে আসছে দেবের প্রযোজনায় টেক্কা, এরপর বড়দিনে খাদান। আগামী বছরের শুরুতে মুক্তি পাবে বিনোদিনী।