একটা গোটা প্রজন্ম যেন এই দিনটার অপেক্ষাতেই ছিল। বাংলা সিনেমার দর্শকরা আবারও ফিরছেন সেই পুরনো নস্টালজিয়ায়—যখন দেব ও শুভশ্রী (Dev-Subhashree) জুটি মানেই ছিল বক্স অফিসে ঝড়। অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্ত এসে গেল। ১৪ আগস্ট, বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীকে।
এই ছবিকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা শুধু দর্শক নয়, ইন্ডাস্ট্রির মানুষদের মধ্যেও স্পষ্ট। সেই উচ্ছ্বাসের সাক্ষী হলো পরিচালক রাজ চক্রবর্তীও। এদিন সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে শুভেচ্ছা জানান স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সুপারস্টার দেব এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুরো টিমকে। তাঁর কথায়—
“এত বছরের প্রতীক্ষা শেষ। ‘ধূমকেতু’ উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মতো। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলী সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় ‘ধূমকেতু’ মিস করবেন না যেন।”
রাজের পোস্ট দেখে বোঝা যায়, তিনি নিজেও এই ছবির মুক্তি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। বিশেষত, শুভশ্রীর কেরিয়ারের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে রাজ সবসময় ছিলেন পাশে। মনে করিয়ে দেওয়া যায়, শুভশ্রীর ভিন্ন ধারার চরিত্র ‘মেহুল’-এর আত্মপ্রকাশ ঘটেছিল রাজের হাত ধরেই। শুধু তাই নয়, দেব-শুভশ্রী জুটির প্রথম ছবিও ছিল রাজের পরিচালনায়—‘চ্যালেঞ্জ’। তাই এই জুটির এখনও পর্যন্ত শেষ ছবি হিসেবে ‘ধূমকেতু’-কে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।
ছবির মুক্তির আগে থেকেই নানা জল্পনা চলছিল। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যেন সেই সব জল্পনার অবসান ঘটে। নজরুল মঞ্চে আয়োজিত সেই অনুষ্ঠানে দেব-শুভশ্রী ফের হাজির হন তাঁদের পুরনো ছন্দে। একসঙ্গে নেচে, গেয়ে, দর্শকদের মনে জাগিয়ে তোলেন সেই সোনালি দিনের স্মৃতি। তাঁদের জনপ্রিয় ছবির হিট গানগুলোর সঙ্গে মঞ্চ মাতিয়ে তুলেছিলেন তাঁরা। দর্শকদের মধ্যেও দেখা গিয়েছিল প্রবল উচ্ছ্বাস।
‘ধূমকেতু’ ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনার ছোঁয়া থাকবে বলেই আশা করছেন সিনেমাপ্রেমীরা। কৌশিকের সিনেমা মানেই গল্পে গভীরতা, অভিনয়ে প্রাঞ্জলতা—আর সেই সঙ্গে দেব ও শুভশ্রীর অনস্ক্রিন কেমিস্ট্রি এই ছবিকে অন্য মাত্রা দেবে বলেই বিশ্বাস সকলের। ট্রেলারে যেমন দেখা গিয়েছে, গল্পে রয়েছে ড্রামা, ইমোশন এবং বিনোদনের পূর্ণ মিশ্রণ।
দীর্ঘ দিন ধরে মুক্তি আটকে থাকার পর অবশেষে সব আইনি জটিলতা কাটিয়ে ছবি পৌঁছেছে দর্শকের কাছে। আর তাই বাংলা সিনেমাপ্রেমীদের কাছে ১৪ আগস্ট হয়ে উঠেছে এক বিশেষ দিন—যেন সিনেমা হলে ফিরতে আরও এক নতুন কারণ তৈরি হলো। কলকাতা থেকে শুরু করে মফস্বল শহর পর্যন্ত দর্শকরা মুখিয়ে আছেন ‘ধূমকেতু’-র প্রথম দিনের প্রথম শো দেখার জন্য।
এখন দেখার বিষয়, এই ছবি বক্স অফিসে কী নতুন রেকর্ড গড়ে। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়ায় এবং শহরের প্রেক্ষাগৃহের বাইরে উন্মাদনার ছবি ধরা পড়ছে, তাতে অনেকেই বলছেন—‘ধূমকেতু’ কেবল একটি সিনেমা নয়, এটা বাংলা সিনেমার এক যুগের প্রত্যাবর্তনের প্রতীক। আর দেব-শুভশ্রীর জুটি ফের প্রমাণ করবে কেন তাঁরা বাংলা সিনেমার সোনালি যুগের অন্যতম সেরা জুটি ছিলেন এবং আছেন।