Dev-Rukmini: ডেট ফাইনাল বিয়ের পিঁড়িতে দেব-রুক্মিণী

dev-rukmini-to-get-married

কবে বিয়ে করছেন? এই প্রশ্নের ইতি টানতে হবে। তবেই আসবে শুভদিন! টোপর পরে যখন বউ আনতে যাবেন দেব। ‘কিমমিশ’ প্রচারে এসে রুক্মিণী সাফ জানিয়েদিলেন, যে বছর কেউ প্রশ্ন করবেন না বিয়ে নিয়ে সে বছর তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন।

সুশান্ত অতীত নতুন করে জীবন শুরু করছেন রিয়া

   

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে বিয়ের প্রসঙ্গে অভিনেতা দেব জানিয়েছে, ‘যে হারে বিয়ে ভাঙছে তাতে পারস্পরিক সম্মান, বন্ধুত্ব বজায় রেখে সুস্থ সম্পর্ক বাঁচিয়ে নিয়ে যাওয়াই বড় কথা। সেটা তাঁর আর রুক্মিণীর মধ্যে এখনও আছে। এই ধারা ধরে রাখতে চান তিনি।’ তবে অভিনেত্রী বিয়েতে বিশ্বাসী। তিনি বলেন, ‘ বিয়ে প্রতিষ্ঠানকে ভীষণ শ্রদ্ধা এবং সম্মান করি। আমার পরিবারে প্রচুর সদস্য ভালবেসে বিয়ে করেছেন। তাঁরা সুখে-শান্তিতেই দিন কাটাচ্ছেন।’

নেশায় মত্ত মিঠাই, ফেসবুকে শেয়ার করলেন মনের কথা

রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ ষষ্ঠ বারের জন্য জুটি বাঁধলেন দেব আর তাঁর দেবী। ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে সেই ছবি। এদিকে বহু বছর পর দু’টি ছবিকে কেন্দ্র করে লাখ টাকার প্রশ্ন ঘুরছে টলিউডে। চর্চার কারণ জিৎ মদনানি, দেব অধিকারী। একই দিনে দু’জনের ছবিই মুক্তি পেতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন