বিনোদন ডেস্ক: আসল নাম দীপক অধিকারী৷ ২৫ ডিসেম্বর ১৯৮২ সালে মহেশখালি নামে কেশপুরের এক গ্রামে জন্মগ্রহন করেন৷ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা৷ পড়াশোনা শেষ করার পর তিনি সিনেমায় অভিনয় করতে আগ্রহী হন৷ ইন্ডাস্ট্রিতে এসেই তিনি দীপক থেকে দেব হয়ে ওঠেন৷ দেব নামেই তিনি জনপ্রিয়তা লাভ করেন৷
২০০৬ সালে দেব প্রবীর নন্দীর অগ্নিশপথ সিনেমায় প্রধান চরিত্রে এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন৷ দেখতে দেখতে বাংলা সিনেমার জগতে ১৮ বছর পার করে ফেললেন অভিনেতা দেব৷ রবিবার অগ্নিশপথের পোস্টার শেয়ার করেন সুপাস্টার হিরো৷ দেব তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘হ্যালো সবাইকে! অবশেষে আজকে প্রাপ্তবয়স্ক হলাম৷ মানে ইন্ডাস্ট্রিতে ১৮ বছর হল আর কি! বছরের পর বছর ধরে ভালোবাসা, সমর্থন এবং আশীর্বাদের দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ৷ আমি জানি না এটা প্রতি বছর করা সম্ভব কি না, কিন্তু এই বছর এই দিনে বিশেষ কিছু আছে আপনাদের জন্য৷’’
Hello everyone! Finally I've become an adult today.. Mane 18 years old in the Industry! 😃
Thank you for the Love, Support and Blessings over the years.🙏🏻
I don't know if it's possible to do every year, but this year on this day I have something special for you.
Watch this space! pic.twitter.com/veKspg1ZaT— Dev (@idevadhikari) January 28, 2024
যদিও অগ্নিশপথ সিনেমাটি সেরকম সাফল্য লাভ করেনি৷ এরপর তিনি রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করেন এবং এই ছবিটি থেকে প্রচুর সাফল্য লাভ করেন৷ তবে এই ছবির সাফল্যের পরও দেব বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন তিনি৷ এরপর তিনি রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ সিনেমা দিয়ে শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে জুটি বেঁধে কামব্যাক করেন৷
এই ছবিটি তাঁকে এতটাই সাফল্য দিয়েছিল যে, এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি৷ এরপর ‘সেদিন দেখা হয়েছিল’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘চ্যালেঞ্জ২’, ‘রোমিও’, ‘বুনো হাঁস’, ‘পাগলু২’, ‘লে ছক্কা’, ‘চাঁদের পাহাড়’, ‘আরশীনগর’, জুলফিকার’, ‘আমাজন অভিজান’, ‘কবির’, ‘চ্যাম্প’, ‘রংবাজ’, ‘যোদ্ধা দ্য ওয়ারিয়র’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন দেব৷
দেবের শেষ সিনেমা ‘প্রধান’-ও পেয়েছে ব্লকবাস্টার হিট৷ ২০২৩-এর ডিসেম্বরের শেষ সপ্তাহে সিনেমা হলে মুক্তি পায় ছবিটি৷ ইতিমধ্যেই ৫ কোটির বেশি আয় করে ফেলেছে প্রধান৷ ২০২৪ সালে দেবের দুটি প্রোজেক্ট মুক্তির কথা রয়েছে, ‘খাদান’ ও ‘টেক্কা’৷