Budget 2024: বাজেটে কৃষিতে বাড়তে পারে বরাদ্দ

Budget 2024: গত কয়েক বছরে কৃষিতে বরাদ্দ বেড়েছে ঠিকই পাশাপাশি কৃষকদের জন্য তৈরি হয়েছে একগুচ্ছ প্রকল্প। কিন্তু নতুন কৃষি আইন করতে গিয়ে কৃষকদের একাংশের মধ্যে…

Budget 2024 Nirmala Sitharaman Agriculture

Budget 2024: গত কয়েক বছরে কৃষিতে বরাদ্দ বেড়েছে ঠিকই পাশাপাশি কৃষকদের জন্য তৈরি হয়েছে একগুচ্ছ প্রকল্প। কিন্তু নতুন কৃষি আইন করতে গিয়ে কৃষকদের একাংশের মধ্যে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল এই মোদী সরকারকে। সেই ক্ষোভ এখনও কতটা প্রশমিত হয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে বিভিন্নমহলে ৷

এদিকে বাজেটের পরেই আসছে লোকসভা নির্বাচন ৷ ভোট বড়ো বালাই৷ আর সেই ভোটকেই মাথায় রেখে এই অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হাত খুলে কৃষিকে বেশ কিছু দিতে চাইবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ ফলে এবারে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বরাদ্দ আরও কিছুটা বাড়ানো পথে হাঁটবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

   

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে, সরকার প্রধানমন্ত্রী-কিষান সম্মান নিধি ঘোষণা করেছিল, যার অধীনে বছরে ছোট কৃষকদের ৬,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এূবারের নির্বাচনের বছরে, আসন্ন বাজেটে সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, সরকার আগামী অর্থবছরের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি করে ২২-২৫ লক্ষ কোটি টাকার বলে ঘোষণা করতে পারে এবং প্রত্যেক যোগ্য কৃষকের প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়াটা নিশ্চিত করতে পারে। চলতি অর্থবছরে সরকারের কৃষি-ঋণের লক্ষ্যমাত্রা ২০ লক্ষ কোটি টাকা।

আগামী ১ ফেব্রুয়ারি লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা। অতীতে এই কর্মসূচি সাধারণত পরবর্তী অর্থবর্ষের প্রথম তিন-চার মাসের ব্যয় মঞ্জুরিতেই সীমাবদ্ধ থাকত। কিন্তু ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারকে সেই প্রথা বদলে দিতে দেখা গিয়েছিল। ঘোষণা হয়েছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ বার সামগ্রিক ভাবে কৃষি ক্ষেত্র নিয়ে এই সরকার বেশ কিছুটা চাপে। অনিয়মিত বর্ষার জন্য চাষবাসে বেশ ক্ষতি হয়েছে। গত বছর এই ক্ষেত্রে বৃদ্ধির হার ৪% হলেও ২০২৩-২৪ অর্থবর্ষে তা ১.৮ শতাংশে নামতে পারে বলে জানাচ্ছে খোদ সরকারের আনুমানিক হিসেব।