HomeEntertainmentDev and Koel's Love Story: ১৪ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল...

Dev and Koel’s Love Story: ১৪ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল প্রেমের কাহিনী

- Advertisement -

বাংলা চলচ্চিত্র জগতের সেরা জুটিদের মধ্যে অন্যতম দেব এবং কোয়েল (Dev and Koel’s Love Story)। তাঁদের জুটি ছিল এক সময়ের অন্যতম সেরা, সেই পরিচয় আমরা সকলেই পেয়েছি। গোটা একটা প্রজন্ম ভক্ত ছিল তাঁদের, যদিও ছিল বলাটা ভুল। কারণ এখনও পর্যন্ত এই জুটির সিনেমা মানেই মানুষের কাছে বাড়তি পাওনা। তাঁদের অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। দীর্ঘ দশক ধরে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তাঁরা আমাদের। আর সেই সমস্ত সিনেমার মধ্যে অন্যতম হলো প্রেমের কাহিনী। ২০০৯ সালের আজকের দিনেই মুক্তি পেয়েছিল ছবিটি।

যদিও সিনেমা মুক্তির অনেক আগেই কোয়েল মল্লিক বাংলা চলচ্চিত্র জগতে নিজের জায়গা করে নিয়েছিলেন পাকাপাকি ভাবে। তবে নবাগত ছিল দেব, কিন্তু তিনি তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন আমাদের সকলকে। তাঁদের জুটির প্রথম ছবি পেয়েছিল অবিশ্বাস্য সাফল্য। তারপরে অবশ্য একের পর এক নজিরবিহীন অভিনয় উপহার দিয়েছেন তাঁরা একসাথে।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by SVF Music (@svfmusic)

আর আজ প্রেমের কাহিনীর ১৪ বছর পূরণ হলো। যদিও এক যুগ পেরিয়ে গেলেও আজও মানুষের কাছে ঠিক একই ভাবে জনপ্রিয় এই সিনেমা। যা একটা গোটা প্রজন্মকে প্রেমে পড়তে শিখিয়েছিল। এই সিনেমায় দেব এবং কোয়েল মল্লিক ছাড়াও ছিলেন টলি পাড়ার অন্যতম নক্ষত্র রঞ্জিত মল্লিক। তাঁকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। উল্লেখ্য, সিনেমার ১৪ বছর পূর্তি আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে এসভিএফ মিউজিক। সংস্থার পক্ষ থেকে তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে ছবির পোস্টার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular