কালো গাড়িতে সায়নীর অন্তর্ধান, ইডি ডেকেছে তৃণমূল যুবনেত্রীকে

নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয়ে সায়নী ঘোষকে নোটিশ পাঠিয়েছে ইডি। তলবের পর থেকেই বেপাত্তা যুব তৃণমূল নেত্রী। এই নিয়ে ইতিমধ্যেই টলি পাড়ায় শুরু হয়েছে চাপা গুঞ্জন।

Advertisements

তবে জানা যাচ্ছে, রাতে বাড়ি ফিরে, সকালে একটা কালো গাড়িতে করে বেরিয়ে যান তিনি।আগের মতো একই গাড়ি ব্যবহার করছেন না, প্রায় গাড়ি বদল করছেন।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি একাধারে যুব তৃণমূল নেত্রী অন্যদিকে টলি পাড়ার অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করেছে। শুক্রবার ১১টায় সায়নীকে সিজিও কমপ্লেক্সে তলব ইডির।

Advertisements

এই নোটিশ পাওয়ার পর থেকেই রহস্যজনক ভাবে নিখোঁজ টলি পাড়ার এই অভিনেত্রী। পঞ্চায়েত ভোট সংক্রান্ত তার একাধিক কর্মসূচি বাতিল করেছে। এর পর কাল সকাল থেকে আজ পর্যন্ত কোনো খোঁজ নেই সায়নী ঘোষের। তার বাবাকে একাধিকবার জিজ্ঞাসা করা হলেও তিনি মুখ খুলতে নারাজ।

ইডির তলবের পরেই তৃণমূল যুব নেত্রীর রহস্যজনক ভাবে গা ঢাকা দেওয়ার ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে গোটা টলিপাড়া জুড়ে। শুরু হয়েছে চাপানউতোর। তবে কি ইডির ভয়েই পালিয়েছে সায়নী ঘোষ? এমনই প্রশ্ন উঠছে টলিপাড়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে।