কোলে এল কন্যা সন্তান, মেয়ের কী নাম রাখলেন দীপিকা রণবীর?

গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তান জন্ম দেন দীপিকা পাডুকোন। সন্তানের জন্মের পরেই তার সোশাল মিডিয়াতে সেই খবর জানিয়েছেন এই তারকা জুটি (Deepika Ranveer)। সন্তান…

কোলে এল কন্যা সন্তান, মেয়ের কী নাম রাখলেন দীপিকা রণবীর?

গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তান জন্ম দেন দীপিকা পাডুকোন। সন্তানের জন্মের পরেই তার সোশাল মিডিয়াতে সেই খবর জানিয়েছেন এই তারকা জুটি (Deepika Ranveer)। সন্তান জন্মের পর থেকেই তার নাম নিয়ে জল্পনা শুরু হয়ে যায় দম্পতির। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রণবীরের একটি পুরোনো সাক্ষাৎকার। সেটি দেখলে বোঝা যাবে যে সন্তানের নাম আগের থেকেই ঠিক করে রেখেছিলেন দম্পতি?

গতবছর দীপিকা গর্ভবতী হবার পরে পরেই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রণবীর সিং। সম্প্রতি, সেই সাক্ষাৎকারটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে। সেই সাক্ষাৎকারে রণবীরকে বলতে শোনা যায়, “আপনারা সবাই জানেন, আমার বিয়ে হয়ে গেছে, কয়েক বছর পর বাচ্চাও হবে। দীপিকার কাছে আমার একটাই আবদার। আমার একটা মেয়ে চাই। সে যেন দীপিকার মতো মিষ্টি হয়। তাই জন্যই তো দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সব সময় দীপিকার ছোটবেলার ছবি দেখাব ওকে। তাহলে মিষ্টি মেয়ে হবে।”

জন্মদিনে অনুরাগীদের বড় উপহার অক্ষয়ের, ১৪ বছর পর, প্রিয়দর্শনের পরিচালনায় ফিরছেন নায়ক

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয় যে তিনি সন্তানের কোনও নাম ঠিক করেছেন কিনা। এর উত্তরে তিনি জানান, যে তিনি আর দীপিকা যৌথ সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁদের সন্তানের নাম হবে ‘শৌর্যবীর সিং’। উল্লেখযোগ্য বিষয় হল, এই নামটি লিঙ্গ নির্বিশেষে রাখা যেতে পারে। শেষ পর্যন্ত মেয়ের নাম কী এটাই রাখবেন দম্পতি? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।

Advertisements

গত ৬ সেপ্টেম্বর সিদ্ধিবিনায়ক মন্দিরে পৌঁছন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মন্দিরে বাপ্পার আশীর্বাদ নেন এই দম্পতি। পরদিন ৭ সেপ্টেম্বর প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করা হয় দীপিকাকে। ৮ তারিখ দীপিকার কোলে জন্ম নেয় কন্যা সন্তান।

এছাড়া দীপিকারও একটি পুরোনো সাক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে তিনি পরিবার সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, “বাচ্চা আমার ও রণবীরের খুবই পছন্দ। তাই সন্তান নিতে খুব একটা দেরি করব না। শুধু তাই নয়, সন্তানকে বড় করা এক বিশাল দায়িত্বের বিষয়। সেই কারণে যদি অভিনয় ছাড়তে হয়, তাহলে তাও ছাড়ব। সন্তানের জন্য কোনও আপসে যাব না। সন্তানই একমাত্র প্রয়োরিটি।”