Deepika Padukone: অন্য পুরুষে মন দীপিকার!

Deepika Padukone

Deepika Padukone: এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। তাঁর পছন্দ, অপছন্দের প্রতিটি খোঁজ খবর রাখতে ভালোবাসেন অনুরাগীরা। নায়িকা কী খেতে ভালোবাসেন, কী করতে ভালোবাসেন। তাঁর জীবনের সেরা সময় কোনটি। সেরা ছবি কোনটি। সবটা জানতেই মুখিয়ে থাকেন অনেকেই।

Advertisements

এবার ডাঙ্কির শোরগোল পেরিয়ে সোজা ব্রাডলি কুপারে মজলেন নায়িকা। ফাইটারের কাজ ভুলে প্রশংসায় ভরালেন কুপার পরিচালিত মায়েস্ট্রো ছবিকে। এতদিনে নিজের পছন্দের সিনেমার হদিস দিলেন জনপ্রিয় দীপিকা পাড়ুকোন। সিনেমাটির নাম মায়েস্ট্রো। ছবিটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নায়িকা।

মায়েস্ট্রো হল লিওনার্ড বার্নস্টেইনের বায়োপিক। মায়েস্ট্রো কথার অর্থ কলাকার। এরই ভাইরাল দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপিকা (Deepika Padukone)। লিখেছেন, ‘আহা কি সুন্দর ছবি! গত কয়েক বছরে আমার দেখা অন্যতম সেরা পারফরম্যান্স ছিল এটি।’মায়েস্ট্রো ছবির যে দৃশ্য দীপিকা ভাগ করে নিয়েছেন ফ্যানেদের সঙ্গে, জানা গিয়েছে, এটিতে কুপারকে লাইভ রেকর্ড করা হয়েছে। এই ছবির জন্য ছয় মিনিট এবং ২ সেকেন্ডের সংগীত পরিচালনা করা শেখার জন্য তাঁর ছয় বছর সময় লেগেছে।

Advertisements

বলা বাহুল্য, মায়েস্ট্রো নেটফ্লিক্স-এ মুক্তির সঙ্গে সঙ্গেই আলোড়ন ফেলে দিয়েছে দর্শকমহলের। ছবিটি ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য অনুমোদন পেয়েছে। এটি কুপারকে প্রথম অস্কারও এনে দিতে পারে। আর দীপিকার কাজের ফ্রন্টে ফাইটার এবং কালকি এডি ২৮৯৮ ছবিতে কাজ করবেন। ফাইটার ছবিতে হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে নায়িকাকে। কাল্কি এডি ২৮৯৮-এ প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করছেন নায়িকা।