আচমকাই হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। কিন্তু কেন? বর্তমানে অভিনেত্রী K’র শুটিং নিয়ে ব্যস্ত। কিন্তু জানা যাচ্ছে ছবির সেটেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। আর তড়িঘড়ি অভিনেত্রীকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে ছেড়ে দেন।
তারপর কাজে ফিরে আসেন দীপিকা। ঘনিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে, দীপিকাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হঠাত্ই অসুস্থ বোধ করছিলেন। হঠাত্ই অস্থির লাগছিল দীপিকার। তাঁর হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। সেটে ফিরে এসে সুস্থ বোধ করছেন অভিনেত্রী।
যদিও দীপুর পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আপডেট পাওয়া যাবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই তিরুপতিতে পরিবারের সঙ্গে গিয়েছিলেন দীপিকা। দীপিকা পাডুকোনের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর ভক্তরা। চিন্তা করতে থাকেন অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে। যদিও জানা গিয়েছে, তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন।
বর্তমানে কে ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন দিপিকা পাডুকন। হায়দ্রাবাদে চলছে শুটিংয়ের কাজ। সম্প্রতি অভিনেত্রী কিং খানের পাঠান ছবি নিয়ে ব্যস্ত ছিলেন। অভিনেত্রীর নতুন নতুন ছবি আপডেট নিয়ে সকলেই অত্যন্ত আগ্রহী।