দীপিকা-রণবীরের দাম্পত্যে আবার চিড়? কার কথা মুখ বুজে শোনেন দীপিকা

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি দীপিকা পা়ড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ। দুজনেই জনপ্রিয়তার শিখরে রয়েছেন। বেশ কিছু আগেই বি টাউনে জল্পনা শুরু হয় তাদের বিয়ে…

Deepika Padukone-Ranveer

short-samachar

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি দীপিকা পা়ড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ। দুজনেই জনপ্রিয়তার শিখরে রয়েছেন। বেশ কিছু আগেই বি টাউনে জল্পনা শুরু হয় তাদের বিয়ে ভাঙা নিয়ে। তবে অনুরাগীদের উত্তেজনা প্রশমন করেন তারকাযুগল নিজেরাই। তারাই ভুল ভাঙান সকলের।

   

সদ্য চতুর্থ বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য ফুল, চকোলেট নিয়ে হাজির হন রণবীর। সেই দৃশ্য দেখে খানিকটা আশ্বস্ত হলেও, তাঁদের সম্পর্ক যে এখনও অটুট, তা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না তাঁদের অনুরাগীরা। এ বার নিজেদের সম্পর্কের রসায়ন নিয়ে অনেক গোপন কথা প্রকাশ্যে বলে ফেললেন এই জনপ্রিয় তারকা জুটি।জানালেন কার কথায় চলে সংসার! বাড়িতে কে ‘বস’!

সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’ ছবির প্রচারে দেখা গিয়েছিল দীপিকাকে। ছবিটির মুখ্যচরিত্রে রয়েছেন রণবীর। শুধু তা-ই নয়, এই ছবিতে ‘কারেন্ট লাগা রে’ গানে দীপিকাও থাকছেন। ইতিমধ্যেই সেই ঝলক দেখে ফেলেছেন অনুরাগীরা। গানমুক্তির সেই অনুষ্ঠানে, এই দুই তারকা যুগল সাক্ষাৎকারে বলেন তাদের বেক্তিগত কিছু কথা।

তাদের প্রশ্ন করা হয়, ‘‘আপনাদের দুজনের সম্পর্কে বাড়িতে কার কথাই শেষ কথা?’’ উত্তরে দীপিকা বলেন ‘‘সত্যি জানতে চান? রণবীরের কথায় সংসারের সব চালিত হয়।” দীপিকাকে প্রায় থামিয়ে দিয়ে একেবারে আর পাঁচ জন স্বামীর মতো রণবীর বলে ওঠেন, ‘‘অফিসেও আমার কথা কেউ শোনে না, আর বাড়িতেও না।’’

রাম লীলা ছবির সেটে দেখা হয় দীপিকা আর রণবীরের।আর সেখান থেকে প্রেম। প্রায় ছয় বছর ডেট করেন তাঁরা। তারপর ২০১৮ সালে চারহাত এক হয় তাঁদের। সম্প্রতি দীপিকা-রণবীরের বিচ্ছেদের জল্পনায় অনেক অনুরাগীর হৃদয় ভেঙেছিল। কিন্তু ফের পুরানো ছন্দে ধরা দিলেন এই তারকা দম্পতি। এখনও যে প্রেম আগের মতোই মিষ্টি-মধুর রয়েছে তা এবার খোলাখুলি বুঝিয়ে দিলেন পর্দার বাজিরাও-মস্তানি।