মুম্বই: নাগ অশ্বিনের বহু প্রতীক্ষিত সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি ‘কাল্কি ২৮৯৮ এডি’-র সিকুয়েলে আর থাকছেন না দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা ভাইজয়ন্তী মুভিজ জানিয়েছে, দীর্ঘদিন একসঙ্গে কাজ করলেও অভিনেত্রীর সঙ্গে “প্রয়োজনীয় কমিটমেন্ট” তৈরি হয়নি।
দীপিকা পাড়ুকোনকে ছাড়া কি চলবে কাল্কি ২৮৯৮ এডি ফ্র্যাঞ্চাইজি? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ফিল্ম সার্কিটে। নাগ অশ্বিনের মেগা-প্রজেক্টের সিকুয়েল থেকে দীপিকার নাম বাদ পড়ার পর থেকেই বি-টাউনে তৈরি হয়েছে হইচই।
প্রযোজকদের ঘোষণা
ভাইজয়ন্তী মুভিজ একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে, “আমরা দীপিকার সঙ্গে প্রথম ছবিতে দীর্ঘ পথ চলেছি। কিন্তু সিকুয়েলের জন্য যে সমর্পণ দরকার, সেই ‘পার্টনারশিপ’ আমরা খুঁজে পাইনি। তাই এই সিদ্ধান্ত।” প্রযোজনা সংস্থা আরও জানিয়েছে, “কাল্কি’র মতো ছবির জন্য প্রয়োজন শুধু তারকাখ্যাতি নয়, চাই অবিচল কমিটমেন্ট।”
চরিত্র SUM-80 এবং ভক্তদের হতাশা deepika padukone out of kalki 2
প্রথম ছবিতে দীপিকা ছিলেন SUM-80— ভবিষ্যতের ‘কাল্কি’র ভবিষ্যদ্বাণীকৃত জননী, যাঁকে ঘিরেই কাহিনির বড় মোড়। তাঁর চরিত্রে মিস্ট্রি, আবেগ আর গ্ল্যামার— তিনটিই মিশে ছিল। সেই দীপিকাই আর থাকছেন না সিকুয়েলে, ফলে দর্শক ও ভক্তদের হতাশা এখন প্রকাশ্যে আসছে সোশ্যাল মিডিয়ায়।
আগের বিতর্কিত প্রস্থান
এটাই প্রথম নয়। এর আগেও সান্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকে সরে গিয়েছিলেন দীপিকা। শোনা যায়, শুটিং আওয়ার, পারিশ্রমিক ও প্রফিট-শেয়ারিং নিয়ে একাধিক মতানৈক্য হয়েছিল পরিচালক ও অভিনেত্রীর মধ্যে। বলিউড মহলে তাই প্রশ্ন উঠছে— বড় বাজেট প্রজেক্টে কি এখন আর ‘দীপিকা মেজার’ কাজ করছে না?
ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ
এদিকে প্রভাস, অমিতাভ বচ্চন, দিশা পাটানি–সহ তারকাদের নিয়ে কাল্কি সিকুয়েলের শুটিং শুরু হবে এ বছরের শেষেই। ছবির ভিএফএক্স ও ভিশন নিয়ে আগেই উত্তেজনা তৈরি হয়েছে, এবার দীপিকার অনুপস্থিতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
ইন্ডাস্ট্রি গুঞ্জন
দীপিকার জায়গায় কাকে নেওয়া হবে? নাম ঘুরছে দক্ষিণের শীর্ষ অভিনেত্রী থেকে হলিউড ফেস পর্যন্ত। তবে নির্মাতারা আপাতত মুখে কুলুপ এঁটেছেন।