
কলকাতা: সব সময় হাসিমুখে ছবি, গান আর ইতিবাচক বার্তায় ভরা সোশ্যাল মিডিয়ায় যাঁকে দেখা যায়, সেই সংগীতশিল্পী দেবলীনা নন্দীর জীবনে আচমকাই নেমে এল গভীর অস্থিরতা। সোমবার রাতে দেবলীনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি বিপদমুক্ত বলে জানা গিয়েছে।
মানসিক যন্ত্রণার কথা প্রকাশ
সূত্রের খবর, কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে দেবলীনা নিজের মানসিক যন্ত্রণার কথা প্রকাশ করেন। সেই লাইভেই তিনি জানান, বিয়ের পর থেকেই তাঁর মাকে ঘিরে একাধিক সমস্যা তৈরি হচ্ছিল। দেবলীনার কথায়, তিনি সব সময় সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চেয়েছেন, সকলের মন জয়ের চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন।
২০২৪ সালে দেবলীনা সাত পাকে বাঁধা পড়েছিলেন প্রবাহ নন্দীর সঙ্গে। দেবলীনাই লাইভে ইঙ্গিত দেন, শ্বশুরবাড়ির নাম না করেই তাঁকে বারবার বলা হয়েছে, সংসার করতে হলে মাকে ছেড়ে দিতে হবে। পাশাপাশি কাজ নিয়েও নানা চাপ ও অস্বস্তির কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।
নেটদুনিয়ায় গভীর উদ্বেগ debolina nandy hospitalized
লাইভ চলাকালীন দেবলীনার কথাবার্তা ও আবেগ নেটদুনিয়ায় গভীর উদ্বেগ তৈরি করে। তিনি বলেন, “আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না।” এমনকি নিজের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কার কথা প্রকাশ করেন তিনি। এই লাইভ দেখার পরই অনুরাগীরা কমেন্টে বারবার দেবলীনাকে শক্ত থাকার অনুরোধ জানান এবং কোনও ভুল সিদ্ধান্ত না নেওয়ার আবেদন করতে থাকেন।
লাইভ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায়, দেবলীনা হাসপাতালে ভর্তি। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি গুরুতর মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু সায়ক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে দেবলীনাকে। সেই পোস্ট থেকেই ইঙ্গিত মিলেছে, আপাতত তিনি বিপদমুক্ত।
তদন্ত শুরু করেছে পুলিশ
এই ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী পরিস্থিতিতে পড়ে এমন চরম মানসিক অবসাদের মধ্যে দিয়ে যেতে হল শিল্পীকে, তা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন দেবলীনা।
এ মুহূর্তে সহকর্মী, অনুরাগী ও শুভানুধ্যায়ীদের একটাই প্রার্থনা, দেবলীনা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।










