Deboleena: ‘কুৎসিত লাগছে’- ফুলের সাজে রেড কার্পেট হাঁটতেই নোংরা নিন্দায় দেবলীনা

Deboleena Dutt

Deboleena Dutt: ফুলে ভরা অঙ্গ, মাথায়, হাতে, বুকে। এ যেন সাক্ষাৎ শকুন্তলা! সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল ফিল্মফেয়ার বাংলা। রেড কার্পেটে যে ডিজাইনার গাউনে দেবলীনা এসেছিলেন, সেই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে ট্রোলিং। এদিনের ইভেন্টে, মনামি ঘোষেরাও এসেছিলেন নিজেদের মনের মতো সাজে। আর দেবলীনা ছিলেন ফুলকুমারীর সাজে। ডিজাইনার দেবজিৎ ‘স্প্রিং অন প্যারাডাইস’ নাম দিয়েছে এই সাজের। আর এটা নিয়েও নিন্দা শুরু করেছেন নেটিজেনদের একাংশ। কেউ বলছেন, কদাকার কুৎসিত লাগছে। কারও কথায়, খারাপ ডিজাইনার। আবার কারও দাবি, ফিট ভালো নয়।

এইসব নিন্দারই এবার পর্যাপ্ত জবাব দিলেন দেবলীনা। বললেন, কলকাতার লোক এখনও মেট গালা বা রেড কার্পেটের মতো বিষয় বোঝেন না। তাই অনেকেরই ভুল ভাবছেন। বলিউড-হলিউডে রেড কার্পেটের ফ্যাশন নিয়ে যে লেভেলেও কাজ হচ্ছে, সেটা টলিউডেও থাকা দরকার। কেন টলিউড পিছিয়ে থাকবে? ওখানে যদি পোশাক নিয়ে যে পরীক্ষা-নিরীক্ষা করা যায়, সেটা তো কলকাতার রেড কার্পেটেও অবশ্যই থাকা দরকার। নাহলে কী করে আমরা এগিয়ে যাব। তাই অভিনেত্রীর কথায়, ‘পাত্তাই দিই না এসবে’।

   

উল্লেখ্য, ৯ বছরের দাম্পত্যটা হয়ে গিয়েছিল শেষ। ভালোবাসতেন প্রাক্তন স্বামী তথাগত মুখার্জিতে। ছাড়াছাড়ি হওয়ার পরও এক সাক্ষাৎকারে এসে অভিনেত্রী দেবলীনা দত্ত বলেছিলেন, তথাগতর সঙ্গে থাকার সময়গুলো ছিল তাঁর জীবনের শ্রেষ্ট সময়। কোনওদিন কোনও অভিযোগের সুযোগই তাঁকে তথাগত দেননি। এবার যদি বলেন, ছাড়াছাড়ি কেন হল। সে প্রসঙ্গেও নায়িকা উত্তর দিয়েছিলেন, ‘বিয়েটা আমরা করেছি সই করে ঠিকই। তবে এসব সই করে একসঙ্গে থাকা, বা ডিভোর্স ফাইল করা আমাদের কাছে কখনও গুরুত্বপূর্ণ নয়। কাগজ গুরুত্বপূর্ণ নয় বরং মানসিকভাবে সইটা বা আলাদা হওয়াটা গুরুত্বপূর্ণ। তবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলব, আমরা আলাদা হইনি কখনও।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন