Debchandrima Singha Roy: সারাদিন শুধু কফি খেয়ে থাকেন নায়িকা!

Debchandrima Singha Roy

Debchandrima Singha Roy: ‘এত কম সময়ে একটা ছবির শ্যুটিং করতে হয়, কম সময়ে ছবি মুক্তি পায়। এটাই টলিউডের রেওয়াজ। যদি ছবির শ্যুটিংয়ের জন্য দু’তিন মাস সময় পাই, তাহলে কাজ করাটা ভালো করে করতে পারি, এটাই বিশ্বাস করি। সেরকমই একটা চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছি।’ সম্প্রতি, আড্ডা টাইমস-এর ‘প্রেমে পড়া বারণ’ নামে একটা সিরিজে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পেয়েছে সিরিজটি। এই ছবির প্রসঙ্গে এক সাক্ষাৎকার দেওয়ার সময় নায়িকা জানালেন নিজের ডায়েটের বিষয়ে।

এত ব্যস্ততার মধ্যেও কীভাবে ডায়েট মেনটেন করেন নায়িকা। উত্তরে দেবচন্দ্রিমা সগর্বে বললেন, ‘কাজের মধ্যে থাকলে আমি কিছু খেতে পারি না। এর কারণ, কিছু খেলেই আমার ক্লান্তি লাগে। সারাক্ষণ শুধু কফি খেয়ে থাকি। রাতের বেলা খাবার খাই। আমি দিনে একবারই খাই। তাও সেটা রাতের বেলা। এটাই অভ্যাস হয়ে গিয়েছে। সারাদিন শুধুই কফি চলে। এখন ৫ কাপ চলছে। আবার রাতে খাবো (Debchandrima Singha Roy)।’

   

উল্লেখ্য, দেবচন্দ্রিমা শেষবার ছোটপর্দায় ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে কাজ করেছেন। আপাতত তিনি ওটিটি মুখী। একাধিক দুর্দান্ত প্রজেক্ট রয়েছে হাতে। সেগুলো হল যথাক্রমে পরিণীতা এবং সোনার কেল্লায় যকের ধন। আপাতত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘পরিণীতা’ অবলম্বনে ‘পরিণীতা’ সিরিজের ললিতার বেশে শুটিং করছেন নায়িকা। এরপর আবার রাজস্থানের জয়সলমের যাবেন, সায়ন্তন ঘোষালের ‘সোনার কেল্লায় যকের ধন’ ছবির শুটিংয়ের জন্য।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Addatimes (@addatimes_)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন