Debchandrima-Rezwan অবশেষে এবার কি বিয়ের পিঁড়িতে বসবেন দেবচন্দ্রিমা এবং রিজওয়ান?

দেবচন্দ্রিমা এবং রিজওয়ানের জীবনে ভালোবাসার মরশুম। দেবচন্দ্রিমা এবং রিজওয়ান (Debchandrima-Rezwan) ,দুজনেই ছোটপর্দার জনপ্রিয় তারকা।এছাড়াও তারা দুজনে একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এর আগে তাদের “সাঁঝের বাতি” ধারাবাহিকে একসাথে দেখা গিয়েছিল।

Advertisements

অন্যদিকে তাদের দুজনের প্রেম নিয়ে ইতিমধ্যেই গুজব রটে গিয়েছে চারিপাশে। তবে সেই গুজবেই যেন এবার একটুঘি ঘি ঢাললেন দুজনে। এর আগেও তাদের একাধিক রিলে একসঙ্গে দেখা গিয়েছে। এবার তাদের দেখা গেল একটি পারফিউমের প্রমোশন করতে। তবে আসল উদ্দেশ্য পারফিউমের প্রমোশন হলেও এর মধ্য দিয়েও নিজেদের কেমিস্ট্রি যথেষ্ট সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন দেবচন্দ্রিমা এবং রিজওয়ান। অন স্ক্রিন হোক কিংবা অফ স্ক্রিন দেবচন্দ্রিমা এবং রিজওয়ান এর জুটি যে যথেষ্ট পছন্দ করছে জনগণ তা তাদের এই রিলের কমেন্ট সেকশনই প্রমাণ করে।

   
Advertisements

ইতিমধ্যে সেই রিল মনে ধরেছে অনেক নেটিজেনদেরই। অনেকে কমেন্ট করেছেন সেই রিল দেখে । রইল সেই রিল আপনাদের জন্য।