Debasree Roy: ‘হ্যাঁ। ডাক্তাররা তো বলেন খাওয়াতে। এটা ওদের পেটে অ্যান্টাসিডের মতো কাজ করে। ওদের হজমশক্তি বাড়িয়ে দেয়। যে বা যাঁরা মিষ্টি খান না, ডায়েট করেন, তাঁদেরও খাওয়া উচিত। এটা তো ছানা দিতে তৈরি একটা মিষ্টি। এটা স্বাস্থ্যের জন্যে ভাল।’ এদিন সাক্ষাৎকারে কুকুরদের মিষ্টি খাওয়ানো প্রসঙ্গে এমনটাই জানালেন দেবশ্রী রায়।
একসময়কার কলকাতার রসগোল্লা নায়িকা কি নিজেও রসগোল্লা মিষ্টি খেতে ভালোবাসেন?
উত্তরে তিনি বললেন, ‘ও মা খাবো না কেন? ওটা আমার প্রিয় মিষ্টি। আমি তো আমার পোষ্যদেরও খাইয়েছি। বেশ কয়েকটা খেতে পারি। এখন তো আবার নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যাচ্ছে। জানেন তো, কলকাতার বাইরে জেলার রসগোল্লা খেতে বেশি ভাল লাগে আমার; বাড়ির সামনের দোকানেও ভাল রসগোল্লা পাওয়া যায় (Debasree Roy)।’
বহু বছর আগে বিখ্যাত গান কলকাতার রসগোল্লা সকলের ঘুম উড়িয়েছিলেন দেবশ্রী। গানে গানে বলেছিলেন, ‘আমি কলকাতার রসগোল্লা।’ আর এরপর থেকে অভিনেত্রীর পরিচয় কলকাতার রসগোল্লা। এদিন তিনি বললেন, ‘আমি ছাড়া আর কেউ ‘কলকাতার রসগোল্লা’ হতেই পারবে না। অসম্ভব। হয়েছিল তো রিমেক। পেরেছে কি ধারেকাছে তৈরি করতে আমার মতো কাউকে। পারেনি… পারবেও না… এটা আমার চ্যালেঞ্জ!’
উল্লেখ্য, দেবের ককপিট ছবিতে অভিনেত্রী রুক্মিণী মৈত্র ‘কলকাতার রসগোল্লা’ গানের রিমেকে চমক দিয়েছিলেন।
View this post on Instagram
View this post on Instagram