DDLJ: এই প্রথমবার আবারও নতুনভাবে মুক্তি পেতে চলেছে পুরনো সিনেমা

আগামীকাল মুক্তি পেতে চলেছে বলিউড তারকা শাহরুখ খানের পুরনো সিনেমা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন এস আর কে-র বহু হিট সিনেমার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা আবারও কাল পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দিলওয়ালে দুলহেনিয়া লে জায়েঙ্গে'(DDLJ)। আগামীকাল অর্থাৎ ২রা নভেম্বর বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন। আগামীকাল অভিনেতার জন্মদিন উপলক্ষে এই ধরনের উদ্যোগ নেয় প্রযোজনা সংস্থা।

Advertisements

https://www.instagram.com/p/Ckapf60P7Aq/?igshid=YmMyMTA2M2Y=

   

এই অভিনেতা 1980 দশকের শেষের দিকে টেলিভিশন ধারাবাহিক এর মাধ্যম দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন। এরপর ১৯৯২ সালে সুপারহিট সিনেমা দিওয়ানার মাধ্যমে বলিউড জগতে আত্মপ্রকাশ করেন। এরপর একে একে এই বলিউড বাদশা সিনেমাপ্রেমীদের আজ অবধি বহু সিনেমা উপহার দিয়ে এসেছেন। 

Advertisements

এই অভিনেতার হিট সিনেমা তালিকা মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কাভি খুশি কাভি গাম, কুচ কুচ হোতা হে, দেবদাস, বীরজারা, ডন, বাদশা, ওম শান্তি ওম, দিলওয়ালে, মেহুনা, দিলওয়ালে, চেন্নাই এক্সপ্রেস, ডিয়ার জিন্দেগি এবং আরো অনেক।

এই অভিনেতার অভিনীত সকল সিনেমার মধ্যে দর্শকদের মাথায় প্রথম যে সিনেমার নাম আসে তা হল ‘ডি ডি এল জে’। প্রযোজনা সংস্থার এই নব উদ্যোগ সিনেমা প্রেমীদের কাছে অন্যতম এক আকর্ষণের বিষয় হয়ে উঠছে। বলিউড বাদশার জন্মদিনের দিনে এই ধরনের উদ্যোগ দেখে সিনেমা প্রেমের আশা করছেন যে আগামী দিনে আরো অন্যান্য সুপারস্টার দের জন্মদিনের দিন এই ধরনের সিনেম পেক্ষাগৃহে দেখানো হলেও হতে পারে।