
সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৫৬২ ফুট উচ্চতায় আবস্থিত সিনেমা হল। মনে করা হয় এটিই বিশ্বের সর্বাধিক উচ্চতায় অবস্থিত সিনেমা হল। রয়েছে লাগাখে। পিকচার টাইম ডিজিপ্লেক্স’ নামে একটি সংস্থা লাদাখের লেহ’তে এই সিনেমা হলটি তৈরি করেছে।
সিনেমা হলটিতে মোট ১৫০ জনের বসার জায়গা রয়েছে। বাইরে মাইনাস ২৮ ডিগ্রি তাপমাত্রা থাকলেও হলের ভিতরে বসে সিনেমা দেখতে কোনও রকম অসুবিধা হবে না। লাদাখের লেহর পলডন এলাকায় সবচেয়ে বিপদসঙ্কুল জায়গাতে বানানো হয়েছে পৃথিবীর সবথেকে উঁচু সিনেমা হলটি। লাদাখের ওই অঞ্চলে অত্যন্ত বিপদসঙ্কুল অঞ্চল বলেই পরিচিত। তবে এবার থেকে অ্যাডভেঞ্চারপ্রেমীরা চাইলে ওই স্থানে গিয়ে নিজের পছন্দের ছবি দেখার অভিজ্ঞতা নিতে পারবেন। সিনেপ্রেমী এবং অ্যাডভেঞ্চারপ্রেমীদের কথা মাথায় রেখে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে লাদাখ মুভি থিয়েটার।
গত বছর ২৪শে আগস্ট বিশ্বের এই উচ্চতম সিনেমা হলের উদ্বোধন হয়। এমনিতে শ্যুটিং-এর জন্য বেশ জনপ্রিয় লাদাখ। বলিউডের অসংখ্য ছবির শ্যুটিং হয়েছে লাদাখে।










