Prasenjit Chatterjee: করোনার করাল গ্রাস থেকে মুক্ত বুম্বাদা

দশদিনের মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। গত ১২জানুয়ারি করোনা (Coronavirus) আক্রান্ত হন টলিউডের দ্য ইন্ডাস্ট্রি।নিজের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় অভিনেতা জানিয়েছিলেন।চিকিৎসকদের পরামর্শ মতো কিছুদিন নিভৃতবাসে কাটাবেন এমনটাও লিখেছিলেন তিনি।অবশেষে শনিবারই প্রসেনজিৎ জানতে পেরেছেন তিনি করোনা মুক্ত।নিজের সুস্থতার সুসংবাদ সোশ্যাল সাইটে ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি তিনি।

সেখানে তিনি লিখেছেন, ‘ভগবানের দয়ায় আমি কোভিড ১৯-এর প্রকোপ থেকে সেরে উঠেছি। প্রত্যেকের শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ। চিকিৎসক সপ্তর্ষির কাছে আমি কৃতজ্ঞ। অসুস্থতার সময় তিনি আমায় যেভাবে সাহায্য করেছেন ও পরামর্শ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। চিকিৎসক শীলের কাছেও আমি কৃতজ্ঞ। এত বছর দরে যখন, যেভাবে প্রয়োজন হয়েছেন তিনি আমার পাশে থেকেছেন।’

   

প্রসেনজিতের এই খবরে খুশি তাঁর অনুরাগীরাও। কমেন্টবক্সে উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। একাধিক ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।অসুস্থতার কারণে সব ছবির শ্যুটিং বন্ধ করতে বাধ্য হন তিনি।আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ।কবে থেকে অভিনেতা ফ্লোরে ফেরেন সেদিকেই তাকিয়ে টলিপাড়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন