Heeramandi:ভারতীয় ওয়েব সিরিজের ইতিহাসে সর্বাধিক! গহনার খরচ শুনলে চমকে উঠবেন

ভারতীয় ওয়েব সিরিজের দুনিয়ায় সর্বাধিক খরচে বানানো ওয়েব সিরিজ। যে সিরিজটি বানাতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি। শুনলে পিলে চমকে ওঠার মতো। কিন্তু গল্প এখানেই…

richa chadda

ভারতীয় ওয়েব সিরিজের দুনিয়ায় সর্বাধিক খরচে বানানো ওয়েব সিরিজ। যে সিরিজটি বানাতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি। শুনলে পিলে চমকে ওঠার মতো। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এই ওয়েব সিরিজে ব্যবহৃত সোনার গয়না আরও মূল্যবান। তবে এই ‘ হীরামান্ডি’ ওয়েব সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পদার্পণ করলেন সঞ্জয় লীলা বনশালি। নেটফ্লিক্সে ১মে মুক্তি পেয়েছে হীরামান্ডি। যদিও এই সিরিজটি নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া আছে কিন্তু সঞ্জয় লীলা বনশালি মানেই তো একটা বিরাট কিছু! সেটাই এই সিরিজে লক্ষ্য করা গিয়েছে।

‘হীরামাণ্ডি’ সিরিজের জন্য মুঘল আমলের সব গয়না ডিজাইন করা হয়েছিল। মোট ৮ পর্বের সিরিজে ১০ হাজারেরও বেশি ডিজাইনের সোনা-হিরে, পান্নার গয়না পরেছেন বনশালির নায়িকারা। সবমলিয়ে যার ওজন ৩০০ কেজি। আর এই গয়নাগুলোর প্রত্যেকটাই যত্ন নিয়ে হাতে বানানো।পরাধীন ভারতে তিন প্রজন্মের গণিকাদের জীবনযাপনের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘হীরামান্ডি’র চিত্রনাট্য।কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ছয় নারী। মনীষা কৈরালা, সোনাক্ষী সিন্হা, অদিতি রাও হায়দরি, রিচা চড্ডা, সনজিদা শেখ, শর্মিন সেহগল।

   

একটি সাক্ষাৎকারে রিচা বলেছেন, ” আমি এই সিরিজ়ে যে গয়নাগুলি পরেছিলাম সব ক’টাই আসল গয়না। এগুলির দাম কোটি টাকার উপর। সব ক’টা নিয়ে পালিয়ে গেলে নিজে একটা ছবি বানিয়ে নিতে পারব।” জানা গিয়েছে পরিচালক এই বিষয় নিয়ে নাকি ১৪ বছর গবেষণা করেছেন।