প্রয়াত কমেডিয়ান রাজুর শ্রীবাস্তব, বলিউড শোকাচ্ছন্ন

Comedian Raju Srivastava

প্রয়াত হয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। দীর্ঘ ৪২ দিনের জন্ম মৃত্যু টানা পোরেন আজকের শেষ হলো। দিল্লির এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সকাল ১০:৩৫ মিনিটে তার জীবনাবসান ঘটে। গত ১০ই আগস্ট বুধবার রাজু জিমে শরীরচর্চা করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।

সেখান থেকেই তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তার শারীরিক অবনতি হওয়ার কারণে স্থানান্তরিত করে দেয়। জানা গেছে যে সেই দিন শরীর চর্চা করতে করতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন রাজু। তারপর তার জিমের প্রশিক্ষকই তাকে হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল থেকে জানানো হয় তার হার্ট অ্যাটাক হয়েছে। তারপর থেকে প্রায় এক মাসের বেশি সময় ধরে তাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করে গেছিল হাসপাতালে কর্তৃপক্ষ। কিন্তু শেষ রক্ষা হলো না।

   

মাঝখানে কিছুটা শারীরিক অবস্থার উন্নতি ঘটলেও আবার জ্বর এবং সংক্রমনের কারণে তিনি ভেন্টিলেশনে চলে যান । আর আজ সকালে সব চেষ্টা ব্যর্থ করে এই জনপ্রিয় কৌতুক শিল্পী না ফেরার দেশে চলে গেলেন। বলিউড তাদের খুব কাছের একজন পরিচিত কৌতুক শিল্পী কে হারালো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন