Bangladesh: মাদক মামলায় CID চার্জশিটে অভিযুক্ত পরীমণি

নিউজ ডেস্ক: জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে যে সস্তি পেরেছিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি (Pori Moni) তাতে লাগল সিআইডি দৃষ্টি।…

Porimoni

নিউজ ডেস্ক: জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে যে সস্তি পেরেছিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি (Pori Moni) তাতে লাগল সিআইডি দৃষ্টি। মাদক মামলায় নায়িকার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এনে চার্জশিট দাখিল করেছে বাংলাদেশ সিআইডি (CID)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দা‌য়ের করা এই মামলায়  পরীমনি ছাড়া আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী। সোমবার ঢাকা (Dhaka) মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

   

এর আগে গত ২৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনিকে তাঁর হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ ১৬টি ব্যক্তিগত সম্পত্তি ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরপর পরীমণি বলেছিলেন তিনি খেলতে চান। লক্ষ লক্ষ ভক্তের মাঝে উল্লাস ছড়িয়েছিল সেই বার্তা।

গত ৪ আগস্ট ঢাকার বনানী এলাকার ফ্ল্যাটে অভিযান চালানোর পর পরীমনিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাঁর ফ্ল্যাট থেকে ইয়াবা(YaBa) সহ বিভিন্ন মাদক, অশ্লীল ছবি তৈরির যোগাযোগ নম্বর মিলেছিল। তদন্তে উঠে আসে পরীমণি মাদক কারবার বাংলাদেশ ও বিভিন্ন দেশে ছড়িয়ে। পশ্চিমবঙ্গের টালিগঞ্জ (Tollywood) স্টুডিও পাড়ায় কয়েকজন এতে জড়িত। তবে তাদের নাম তদন্তের স্বার্থে বাংলাদেশ পুলিশ জানায়নি।

মাদক মামলা গ্রেফতারির আগে পরীমণি আচমকা সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন, তাকে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়। এতে জড়িত বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন। অভিযোগের ভিত্তিতে নাসিরউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি জামিন পেয়ে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন। এর পরেই মাদক কারবারে পরীমণি জড়িত সেই তদন্তে আলোড়ন ছড়ায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলে।

তদন্তের পর পুলিশ জানায়, পরীমণির মাদক কারবার ও ব্ল্যাক মেলিং ব্যবসায় জড়িত বহু প্রভাবশালী। তারা বাংলাদেশ ও বিভিন্ন দেশে থাকেন। এমনকি মাদক কারবারে টলিউডের কয়েকজন নায়ক নায়িকার সঙ্গে সংযোগ রয়েছে। এই মামলায় জেল হয় পরীমণির। গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি।