Ayushmann Khurana: দর্শকদের চমক দিতে চকলেট বয় এখন অ্যাকশন হিরো

বলিউড সিনেমা জগতে চকলেট বয় নায়কদের মধ্যে প্রথম সারির তালিকায় যার নাম উঠে আসে তিনি হলে আয়ুষ্মান খুরানা। আর আয়ুষ্মান খুরানা মানেই অভিনবত্ব। এক কথায়…

Ayushmann Khurana: দর্শকদের চমক দিতে চকলেট বয় এখন অ্যাকশন হিরো

বলিউড সিনেমা জগতে চকলেট বয় নায়কদের মধ্যে প্রথম সারির তালিকায় যার নাম উঠে আসে তিনি হলে আয়ুষ্মান খুরানা। আর আয়ুষ্মান খুরানা মানেই অভিনবত্ব। এক কথায় বলা যেতে পারে যে সকল সিনেমা প্রেমীরা মূল ধারার সিনেমা থেকে সরে গিয়ে একটু অন্য ধারার সিনেমা দেখতে পছন্দ করে তাদের জন্য আদর্শ নায়ক আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurana) সিনেমা। চলতি বছরের আসন্ন মাসের ২তারিখে আসতে চলেছে আয়ুষ্মান খুরানা অভিনীত ও অনিরুদ্ধ আইয়ারের পরিচালনায় তৈরি “এন অ্যাকশন হিরো”।

https://www.instagram.com/p/Cku5u1rotuf/?igshid=YmMyMTA2M2Y=

Advertisements

এই সিনেমার টিজার অনেক দিন আগে মুক্তি পেলও এখনো এই সিনেমার ট্রেলার মুক্তি পায়নি। কিন্তু প্রথম টিজার ও পোস্টারের মাধ্যমে এটুকু বুঝতে পারা যাচ্ছে যে, এই সিনেমাতে অভিনেতাকে কোনো রোমান্টিক হিরোর রূপে দেখা যাবে না বরং তাকে দেখতে পাওয়া যাবে আদ্যপ্রান্ত এক অ্যাকশন হিরো হিসেবে।
আয়ুষ্মানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর মাধ্যমে এই সিনেমার প্রথম পোস্টার দেখে সিনেমা প্রেমী-সহ অভিনেতার ভক্ত কুলেরা অধীর আগ্রহে রয়েছেন কবে এই সিনেমাটির প্রথম ট্রেলার রিলিজ হবে। অভিনেতার কিছুদিন আগে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ ডক্টরজি’ একটু ভিন্ন ধরনের সিনেমা হলেও দর্শকদের মনে সেই অর্থে কোনো সাড়া ফেলতে পারেনি। আয়ুষ্মান মূলত তার প্রাথমিক জীবনে একজন রেডিও জকি ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি ২০০৯ সালে ‘ ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন।