Chitra Sen:অসুস্থ চিত্রা সেনের শারীরিক অবস্থা কেমন , জানালেন পুত্র কৌশিক

chitra sen

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী চিত্রা সেন। প্রসঙ্গত তাঁর পুত্র অভিনেতা কৌশিক সেন। সূত্র মারফৎ জানা গিয়েছে চিত্রা সেনের শরীরে সোডিয়াম, প্টাশিয়ামের ভারসাম্য কমে যাওয়ার জন্য তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে অসুস্থ অভিনেত্রীকে দেখতে যান কৌশিক সেনের স্ত্রী অভিনেত্রী রেশমী সেন এবং তাঁর ছেলে অভিনেতা ঋদ্ধি সেন। পড়ে হাসপাতালে আসেন কৌশিক সেন।

Advertisements

অভিনেতা কৌশিক সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যে সমস্যা দেখা দিয়েছিল। গরমের মধ্যে হতেই পারে এটা।শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন যে আশঙ্কার কিছু নেই। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।

Advertisements

আবার কৌশিক সেনের স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেত্রী চিত্রা সেনের শারীরিক ইসিজি, ইকো সব পরীক্ষাই করা হয়েছে। সব রিপোর্টই ঠিক আছে। ডাক্তাররা জানিয়েছেন, ভয়ের তেমন কিছু নেই। আসলে মায়ের তো অনেক বয়স হয়েছে। ৮৫ পেরিয়েছে। কখনও হয়তো কোমরে ব্যাথা, কখনও আবার স্নায়ুর সমস্যা দেখা দিচ্ছে।