Chemistry Mashi: আমাদের মধ্যে বেশিরভাগই হয়তো অনুভব করেছেন যে রসায়ন আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করবে না – তাই আমরা স্কুলেও এটির দিকে মনোযোগ দিইনি। তবে এখন যদি আপনি মনে করেন যে আপনার রসায়ন বিষয়টা মন দিয়ে পড়া উচিত ছিল। কারণ আজকের জীবনের প্রতিটি পদক্ষেপের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে এই বিষয়। তাহলে চিন্তা করবেন না। Hoichoi-তে সে সমস্যারই সমাধান দিতে আসছেন দেবশ্রী রায় (Chemistry Mashi)।
কেমিস্ট্রি মাসির চরিত্রে নায়িকা (Debasree Roy) কেমিস্ট্রি পড়াবেন দর্শকদের। এই সিরিজটি মূলত কেমিস্ট্রি কীভাবে কাজ করে তা সহজে বোঝাবে। সে রান্না করার সময় হোক বা আপনার ভালবাসা প্রকাশ করার সময়ই হোক। কেমিস্ট্রি সবার জন্য। এবং যারা এটা বিশ্বাস করেন না। তাঁদেওও বসে বসে দেখতে হবে কেমিস্ট্রি মাসি।
আপনার নিজের ঘরে বসেই শিখে নিতে পারবেন কেমিস্ট্রির মৌলিক বিষয়গুলো। সৌরভ চক্রবর্তী পরিচালিত, দেবশ্রী রায় অভিনীত কেমিস্ট্রি মাশি, ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং হবে বলে জানা গিয়েছে। ওই সিরিজের পোস্টারটি 13 জানুয়ারী মুক্তি পেয়েছে (Chemistry Mashi)৷
প্রসঙ্গত, মূলধারার ছবি থেকে আর্ট ফিল্ম, বাংলা ছবির অন্যতম অভিনেত্রী ছিলেন দেবশ্রী রায়(Debasree Roy)। একটা সময়ের পরে সিনেমা থেকে সরে যান তিনি। আবারও কামব্যাক করেছেন এই কিছুদিন হল। তবে সেই কামব্যাক ছিল ছোটপর্দায়। তবে এই ছোটপর্দায় সেইভাবে পসার জমাতে পারেননি অভিনেত্রী। তবে এবার তিনি হাজির হচ্ছেন ওয়েব সিরিজের দুনিয়ায়। কেমিস্ট্রি মাসির চরিত্রে কতটা সাফল্য পাবেন সেটাই দেখার।