উইনডোজ প্রোডাকশনের পুজো ছবি ‘বহুরূপী’ (Bohurupi) এখনো দারুন সাফল্যের সঙ্গে চলছে। এই ছবির প্রশংসা শুধু কলকাতা নয়, গোটা দেশের বিভিন্ন সিনেমাহলেও হচ্ছে। এর বিশেষ আকর্ষণ হচ্ছে ছবির সুপারহিট গান ‘ডাকাতিয়া বাঁশি’ (Dakatiya Banshi), যা এখন পর্যন্ত সবার মন জয় করেছে। দুর্গাপুজোর পর, চন্দননগরের (Chandannagar) জগদ্ধাত্রী পুজোয় এই গানের তালে মেতে উঠেছে শহরবাসী। পুজো মণ্ডপে ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি বাজতেই, রঙিন আলো এবং উৎসবের পরিবেশে হাজার হাজার মানুষ কোমর দোলাতে শুরু করেন।
চন্দননগরের (Chandannagar) বাগবাজারে অবস্থিত এক পুজো মণ্ডপে রবিবার রাতে ছিল ভয়ানক ভিড়। ‘বহুরূপী'(Bohurupi) ছবির জনপ্রিয় গানের সাথে কৌশানি মুখোপাধ্যায়ের ভাইরাল স্টেপ অনুসরণ করে নাচতে দেখা যায় অনেককে। সেই মুহূর্তটি মোবাইল ক্যামেরায় বন্দি করতে দর্শকেরা একে অপরকে ঠেলে দিয়েছিলেন। মণ্ডপে সবকিছু ছিল একেবারে আনন্দের পারদর্শিতায়, আর এই উন্মুক্ত আনন্দের ছবি শেয়ার করলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) নিজেই।
ফেসবুকে শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) লিখেছেন, “গতকাল রাত। চন্দননগর। জগদ্ধাত্রী পুজো। ডাকাতিয়া বাঁশির সুরে মেতে উঠল শহর। এখন ইন্সটাগ্রামে ১ লাখ রিল্স ছুঁইছুঁই আর ফেসবুকে ৫০ হাজার রিল্স। ইউটিউবে ভিউ চল্লিশ লাখের কাছাকাছি। কৌশানীর নাচের সাথে তাল মিলিয়েছে অগন্তি মানুষ। বনি চক্রবর্তী, শ্রেষ্ঠা দাস আর ননীচোরা দাস বাউলের হাত ধরে এলো এবছরের সবচেয়ে জনপ্রিয় গান। জীবনের প্রথম প্লেব্যাক ব্লকবাস্টার, সাব্বাশ।”
‘বহুরূপী’ (Bohurupi) ছবির এই গানটি চিরকালীন সঙ্গীতের একটি নজির স্থাপন করেছে। গানটির কথাগুলি লিখেছেন ননীচোরা দাস বাউল ও অনিন্দ্য বোস, সুর দিয়েছেন বনি চক্রবর্তী। গানটি গেয়েছেন ননীচোরা দাস বাউল, শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তী। গানটির দৃশ্যায়নে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায়ের পাশাপাশি ননীচোরা দাস বাউল ও অন্যান্যরা ছিলেন। ছবির এই গানটি কেবল জনপ্রিয়তা অর্জন করেনি, বরং মানুষের মধ্যে একটি নতুন দোলা তৈরি করেছে।
এছাড়া, এই ব্লকবাস্টার ছবিটি ইতিমধ্যেই প্যান ইন্ডিয়ার বক্স অফিসে ১৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এরই মধ্যে ছবিটির সাফল্য দেশের বিভিন্ন কোণে ছড়িয়ে পড়েছে এবং ‘ডাকাতিয়া বাঁশি’ (Dakatiya Banshi) গানটি সারা দেশে ভাইরাল হয়ে গেছে। দর্শকরা গানের সঙ্গে নাচতে এবং গানের প্রতিটি লিরিক হেমন্তে গুঞ্জরিত করতে প্রস্তুত রয়েছেন।