Padatik: মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী, ‘পদাতিক’ নিয়ে করলেন দুঃসাহসী মন্তব্য

বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীর সিনেমা দেখার জন্যে দুই বাংলার মানুষ মুখিয়ে থাকেন। এবার সিনেমাপ্রেমী মানুষদের সব অপেক্ষার অবসান। শুরু হচ্ছে ‘পদাতিক’ যাত্রা। ভারতীয় বাংলা সিনেমার…

বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীর সিনেমা দেখার জন্যে দুই বাংলার মানুষ মুখিয়ে থাকেন। এবার সিনেমাপ্রেমী মানুষদের সব অপেক্ষার অবসান। শুরু হচ্ছে ‘পদাতিক’ যাত্রা। ভারতীয় বাংলা সিনেমার প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের ভূমিকায় রহাজির হচ্ছেন চঞ্চল চৌধুরী। এ বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই নিশ্চিত করেছেন।

বিশ্ববন্দিত পরিচালক মৃণাল সেন-এর জীবনীচিত্র বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই ছবিতেই মৃণাল সেন-এর ভূমিকায় অভিনয় করবেন ‘কারাগার’, ‘তকদির’-এর মতো ওয়েব সিরিজ এবং ‘হাওয়া’র মতো ছবি খ্যাত চঞ্চল চৌধুরী।

   

অভিনেতা চঞ্চল চৌধুরী, এদিন দুটি ছবি পোস্ট করে লেখেন, “শুরু হলো ‘পদাতিক’ যাত্রা। উপমহাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মৃনাল সেন এর জীবনীভিত্তিক সিনেমায় ‘মৃনাল সেন’ চরিত্রে অভিনয় করা ছিল আমার জন্য যেমন দুঃসাহসের, তেমনি গর্বের।”

ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জিকে ধন্যবাদও জানিয়েছেন চঞ্চল। তিনি বলেন, “ধন্যবাদ ও কৃতজ্ঞতা নির্মাতা সৃজিত মুখার্জী এবং প্রযোজক ফিরদৌসুল হাসানের প্রতি। এরকম একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে ‘পদাতিক’ এর প্রথম প্রদর্শনী আমাদের জন্য গর্বের।”

নির্মাতা সৃজিত মুখার্জীও ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন।যেখানে তিনি জানিয়েছেন, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালের শেষ দিন, অর্থাৎ ৪ নভেম্বর লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ‘রিজেন্ট স্ট্রিট সিনেমায় ‘পদাতিক’ এর প্রদর্শনী হবে।উল্লেখ্য,গত ১৪ অক্টোবর লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজে চঞ্চল চৌধুরীর একটি ছবি দিয়ে খবরটি জানানো হয়েছিল।