কলকাতা, ২১ সেপ্টেম্বর: কাস্টিং কাউচ,(Casting Couch) শব্দটা বেশ কয়েক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির বাতাসে ভাইরাসের মতো ভেসে বেড়াচ্ছে। বেশ কয়েকজন নামি অভিনেত্রীর মুখে আগেই এই কাউচের উল্লেখ শোনা গিয়েছে। মুম্বই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত এই কাস্টিং কাউচ নিয়ে বেশ সরব হয়েছিলেন। বাংলাতেও শ্রীলেখা মিত্রের মত অভিনেত্রীও সরাসরি কাস্টিং কাউচ শব্দবন্ধটি উচ্চারণ না করলেও এখানকার ফিল্ম জগতের মধ্যেও যে রাজনীতি এবং স্বজনপোষণ আছে তা নিয়ে মুখ খোলেন এবং টলি পাড়ায় যথারীতি কোনঠাসা হন।
বাংলা অভিনয় জগতের আরও এক উদীয়মান অভিনেত্রী রায়াতি ভট্টাচার্য এই কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়াতে। RGB প্রোডাকসন্স নামে একটি প্রযোজনা সংস্থা তাকে সরাসরি সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য শরীর দেখাতে বলেছে। প্রযোজনা সংস্থাটি থেকে অভিনেত্রীকে সরাসরি বলা হচ্ছে তিনি যদি ভালো ছবি, ভালো গল্প এবং তার সঙ্গে হ্যান্ডসম নায়কের সঙ্গে ছবিতে অভিনয় করতে চান তবে সরাসরি প্রযোজকের সঙ্গে ভিডিও করে তার শরীর দেখাতে হবে।
তাহলেও হবেনা কি ধরণের পোশাক পরতে হবে এবং প্রযোজকের সঙ্গে দুষ্টু মিষ্টি কথাও বলতে হবে। এই ধরণের প্রস্তাবে স্বভাবতই হতাশ এবং তার সঙ্গে ক্ষুব্ধ অভিনেত্রী। তিনি তার পোস্টে বলেছেন “বারো বছর থিয়েটারে ঘষ্টে, নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করে, কাজ চেয়ে চেয়ে হতাশ হয়ে, রোজ ছবি পোস্ট করছি।
আর সবাই বলছে খুব ভালো, কিন্তু কাজের বেলায়.. এদিকে ব্যাঙ্কের সুদ কমছে, জিনিসের দাম বাড়ছে, মটন আর পেট্রোল তো বাদই দিলাম। ওদিকে ঘরে বসে একটু লুজ জামা পরে, হেসে হেসে ফান-চ্যাট করে, একটু শরীর দেখিয়ে হিরোইন হয়ে name fame সব হয়ে যেত। সঙ্গে লাখ লাখ টাকা। কী করলাম জীবনে!”
তিনি বলেছেন এই প্রস্তাব পাওয়ার পর থেকে তিনি যথেষ্ট হতাশাগ্রস্থ। নেটিজেনরাও এই পোস্টকে কেন্দ্র করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলেছেন কাস্টিং কাউচ শব্দটা এতদিন বিশ্বাস করিনি কিন্তু এই প্রস্তাব আজ প্রমান করে দিয়েছে ইন্ডাস্ট্রির ভিতরে কি চলছে। আবার অনেকেই বলেছেন অভিনেত্রীদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে এই ভাবে তাদের নোংরা প্রস্তাব করা এবং কম্প্রোমাইজ করানোর চেষ্টা সত্যি নিন্দনীয়।
অভিনয় শিল্পের সঙ্গে জড়িত কিছু বিদগ্ধ মানুষের মতে খেতে খুটে স্টেজে অভিনয় শিখে কি লাভ। আজকের দিনে আর এসবের কোনো দাম নেই। সোশ্যাল মিডিয়া ফলোয়ার কত তার সংখ্যা দেখেই আজ অভিনেতা অভিনেত্রী নির্বাচন করা হয়। অভিনয় টা এখন গৌণ হয়ে গেছে। চটকটাই আসল। গল্পের প্রয়োজন নেই সাবলীল অভিনয়ের প্রয়োজন নেই শুধু যাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার বেশি এবং যারা কম্প্রোমাইস করবেন তারাই আজ ইন্ডাস্ট্রিতে টিকে থাকবেন এমনও মন্তব্য করেছেন অনেকে।