ব্রহ্মাস্ত্র ২য় দিনে আয় , বক্স-অফিসে ৩৮ কোটি টাকা সংগ্রহ করে

অয়ন মুখার্জী পরিচালিত “ব্রহ্মাস্ত্র” (Brahmastra) রিলিজ হয়েছে গত শুক্রবার। যেটি বলিউডের সর্বোচ্চ ব্যয়বহুল ছবি এখনো পর্যন্ত। ছবিটির সর্বোচ্চ বাজেট ৪১০ কোটি। নির্মাতারা প্রত্যেকেই এই ছবির ব্যবসা নিয়ে আশাবাদী ছিল। অনেকেই বলেছিল যে এই ছবিটি একটি ব্লকবাস্টার হিট হতে চলেছে।

কিছুটা তেমনই ফল করছে ছবিটি শুক্রবার ছবিটি রায় প্রায় ৩২ কোটি ছিল সেটি দ্বিতীয় দিনে বেড়ে দাঁড়ায় ৩৮ কোটি টাকা। এছাড়া হিন্দি ভাষা ছাড়া ৪ কোটি টাকা আয় করেছে ছবিটি।অনেকেই মনে করছে এই ছবিটি প্রথম সপ্তাতেই ১০০ কোটি আয় করে ফেলবে। প্রসঙ্গত ছবিটিতে একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাওয়া গেছে। আলিয়া ভাট রণবীর কাপুর অমিতাভ বচ্চন মৌন রয় ছবিতে দেখতে পাওয়া গেছে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন