গুজরাট বনাম মুম্বই ম্যাচে ভাইরাল রণবীরের সেলিব্রেশন

Bollywood star Ranveer Singh

আইপিএল ২০২২ এর ৫১ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্যাচে টসে জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাট। প্রথমে ব্যাট করে মুম্বই গুজরাটকে ১৭৮ রানের লক্ষ্যমাত্রা দেয়। মুম্বইয়ের হয়ে এই ম্যাচে ওপেনিং করে অধিনায়ক রোহিত শর্মা আর ঈশান কিষাণ। দু’জনেই ভাল পার্টনারশিপ গড়েন। দুই ব্যাটসম্যান ক্রিজে এসেই আক্রামণাত্মক ব্যাটিং করেন।

Advertisements

এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন বলিউডের অন্যতম অভিনেতা রণবীর সিং। তিনি মুম্বইয়ের এবং রোহিত শর্মার একনিষ্ঠ ভক্ত। আর তা বোঝা গেল ম্যাচের প্রতি মুহূর্তে মুম্বইয়ের হয়ে তাঁর উল্লাস দেখে। গুজরাটের বিরুদ্ধে অফ ফর্মে থাকা অধিনায়ক রোহিতের বিস্ফোরক ব্যাটিং দেখে খুশিতে নেচে ওঠেন বলিউডের স্টাইলিশ সুপারস্টার। এদিন হিটম্যানের ব্যাট থেকে বেশকিছু দুর্দান্ত শটও দেখতে পাওয়া যায়। এই শটগুলোর মধ্যে একটি স্কুপ শটও ছিল যা ম্যাচ দেখতে আসা বলিউড অভিনেতা রণবীর সিং যথেষ্ট পছন্দ করেন।

রোহিতের এই স্কুপ শটে রণবীর সিং খুশিতে নেচে ওঠেন আর সম্পূর্ণ জোশ সহ সেলিব্রেটও করেন। গুজরাট টাইটান্সের বোলার মহম্মদ শামির ওভারে শামির আউটসাইড অফ লেংথ বলে হাঁটু গেঁড়ে স্কুপ শট খেলেন আর ফাইন লেগের উপর দিয়ে ৮১ মিটার লম্বা ছক্কা মারেন রোহিত। রোহিতের এই শট এতটাই অসাধারণ ছিল যে বলিউড অভিনেতা নিজেকে সেলিব্রেট করা থেকে আটকাতে পারেননি। রোহিতের এই স্কুপ শটে রণবীরের সেলিব্রেট করার ধরণ সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।

Advertisements

অন্যদিকে গুজরাট এই লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয় আর ১৭২ রানই করতে পারে। শুক্রবার গুজরাট টাইটান্সকে পাঁচ রানে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচ হেরে যাওয়ায় বিলম্বিত হল গুজরাটের প্লে অফে পৌঁছানো। জিতলে প্লে অফে পৌঁছে যেত গুজরাট। শেষ ওভারে গুজরাটের জেতার জন্য দরকার ছিল ৯ রান। কিন্তু সেই রান তুলতে পারল না গুজরাট। যদিও ক্রিজে ছিলেন বিপজ্জনক ডেভিড মিলার।

কিন্তু ড্যানিয়েল স্যামস এর ধীর গতির বলের কাছে পরাজিত হতে হয় কিলার-মিলারকে। একটা সময়ে মনে হয়েছিল ম্যাচটা জিতে যাবে গুজরাট। কিন্তু দারুণ লড়ে মুম্বই ম্যাচটা জিতে নিল। ম্যাচের শেষের দিকে ভক্তদের সঙ্গে প্লেয়ারদেরও চিন্তায় দেখাচ্ছিল। আর এদিকে গ্যালারিতে থাকা রণবীর সিংকে উত্তেজনায় ফুটতে দেখা যায়। ম্যাচ শেষে রোহিত, পোলার্ডের সঙ্গে আনন্দের হাসি ছড়িয়ে পড়ল রণবীরের মুখেও।