Bollywood Gossip: এভারগ্রীন হিরো দেব আনন্দ। হিরোইন জিনাত আমান। শোনা যায়, এক সময় এই দুই স্বর্ণযুগের প্রতিভার মধ্যে জোর বচসা বেঁধেছিল। যদিও ঠিক কী হয়েছিল তা জানত না কেউই। এতদিন পর সেই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী জিনাত। সোশ্যাল মিডিয়ায় দেবানন্দের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা এবং ঝামেলার বিষয়ে অনেক কথা শেয়ার করেন অভিনেত্রী (Bollywood Gossip)।
দেবানন্দের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে এদিন স্মৃতিচারণা করছিলেন নায়িকা। হরে রাম হরে কৃষ্ণ ছবিতে দেবানন্দের বোনের ভূমিকায় অভিনয় করার পরই নাকি ঝামেলার সূত্রণাত। দেবানন্দের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য প্রায় ৩০ বছরের। জিনাত লেখেন, দেব একজন দুর্দান্ত শিক্ষক ছিলেন। কেরিয়ারের শুরুতে নায়কের থেকে অনেক কিছু শিখেছেন তিনি।
তাহলে ঝামেলাটা কীভাবে হল? অভিনেত্রীর জানান, তাঁর কেরিয়ার যখন মধ্য গগনে। বিভিন্ন জায়গা থেকে মুখ্যভূমিকায় অভিনয়ের জন্য সুযোগ পেতে শুরু করেছেন সবে মাত্র। ঠিক তখনই দেবানন্দের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় জিনাতের। সেটাই ছিল তাঁদের একমাত্র ভুল বোঝাবুঝি। এরপর সেই সম্পর্ক কোথায় গিয়ে পৌঁছায়। সে সম্পর্কে অবশ্য এর থেকে বেশি কিছু বলেননি জিনাত (Bollywood Gossip)।
শোনা যায়, দেবানন্দ ভালোবাসতেন জিনাত আমানকে। কিন্তু একসময় দেবানন্দকে ছেড়ে প্রেমের জন্য রাজ কাপুরকে বেছে নেওয়ায় পরে দেবানন্দের সঙ্গে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন জিনাত। দেবানন্দ তখন বলেছিলেন, ‘আমার হৃদয় ভেঙে রক্তক্ষরণ হচ্ছিল।’ তাহলে কি এই কারণেই দুজনের সম্পর্কে চির ধরেছিল! সে তথ্য আজও অজানা।