Bollywood Gossip: শ্বেতা বচ্চনের সঙ্গে ঝগড়া করে চুল কেটে দিলেন অভিষেক!

Bollywood Gossip: সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের দুই সন্তান অভিষেক এবং শ্বেতার মধ্যে বন্ধন বেশ জনপ্রিয়। ছোটবেলায় সাধারণ শিশুদের মতো তাঁদের মধ্যেও ভীষণ মারামারি হতো। কন্যা…

Bollywood Gossip

short-samachar

Bollywood Gossip: সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের দুই সন্তান অভিষেক এবং শ্বেতার মধ্যে বন্ধন বেশ জনপ্রিয়। ছোটবেলায় সাধারণ শিশুদের মতো তাঁদের মধ্যেও ভীষণ মারামারি হতো। কন্যা নব্যা নাভেলি নন্দার পডকাস্টে শ্বেতা এমনই একটি লড়াইয়ের গল্প প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে একবার অমিতাভ এবং জয়া বাড়িতে না থাকায় অভিষেক শ্বেতার চুল কেটে দিয়েছিলেন।

   

লড়াইয়ের কথা মনে করে হেসে উঠলেন জয়া

জয়া বচ্চনের নাতনি নভ্যা ‘হোয়াট দ্য হেল নভ্যা’ পডকাস্টে তাঁর মা এবং দাদির সঙ্গে মজার আড্ডা দিয়েছিলেন। সর্বশেষ পর্বে, তিনি মামু অভিষেককে তাঁর শৈশবের লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়েছেন। এর পরে জয়া বচ্চনও এই লড়াইয়ের কথা মনে করে হেসে ফেলেছিলেন।

জয়া জানান, অভিষেক শ্বেতার মাথার মাঝখান থেকে চুল ছিঁড়ে ফেলেছিলেন। লড়াইয়ের বিষয়ে শ্বেতা বিস্তারিত জানালেন, আমাদের ঝগড়া হয়েছিল। বাবা-মা বাইরে ছিলেন। এরপর ঝগড়া চলাকালীন আমি জানি না কীভাবে কোথা থেকে কাঁচি নিয়ে এসে সে আমার চুল ধরে শুধু কেটে দিয়েছে… আমাকে এমন চুল নিয়েই স্কুলে যেতে হয়েছিল (Bollywood Gossip)।

শ্বেতা আরও জানান, সকালে স্কুলে যাওয়ার সময় জয়া বচ্চন তাঁর চুলে বেণি করে দিতেন। মাথা নাড়লেই খেতে হত মার। আর পাঁচটা সাধারণ পরিবারের মায়ের মতোই জয়া শ্বেতাকে বলতেন, সোজা হয়ে বস, সোজা হয়ে বস।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhishek Bachchan (@bachchan)