HomeEntertainmentUkraine War: প্রিয়াঙ্কা চোপড়া থেকে সোনু সুদ ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগে বলি...

Ukraine War: প্রিয়াঙ্কা চোপড়া থেকে সোনু সুদ ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগে বলি তারকারা

- Advertisement -

কিছুক্ষণ আগেই যা ছিল সাজানো গোছানো বাড়ি। মুহূর্তের বোমা বর্ষণন তা হয়ে যাচ্ছে ধ্বংসস্তূপ। চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Ukraine)। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের ছবি দেখে আতকে উঠছে মানুষ। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের সাধারণ মানুষের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। আরজি জানিয়েছেন নিরীহ মানুষগুলোকে সাহায্য করার।

অভিনেত্রী প্রিয়াঙ্কা যুদ্ধের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ইউক্রেনের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। নিরীহ মানুষরা নিজেদের ও প্রিয়জনদের জীবনের ভয় নিয়ে বাঁচছেন। এর পরেই তাঁদের সঙ্গে কী হবে সে ব্যাপারেও শুধুই অনিশ্চয়তা। এই আধুনিক দুনিয়ায় কীভাবে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে সেটা বুঝে ওঠাই বেশ কঠিন। এই যুদ্ধ ক্ষেত্রে বহু নিরীহ মানুষ বাস করছে। তারা আমার আপনার মতোই। কীভাবে ইউক্রেনের এই মানুষগুলির পাশে দাঁড়াবেন তার বিস্তারিত আমার বায়োতে দেওয়া রইল।’

   

অভিনেতা সোনু সুদ টুইট করেছেন, ‘ইউক্রেনে ১৮০০০ ভারতীয় পড়ুয়া ও বহু পরিবার আটকে। আমি নিশ্চিত, সরকার তাঁদের ফিরিয়ে আনার জন্য যথার্থ চেষ্টা করছে। ভারতীয়দের ইউক্রেন থেকে বের করে আনার জন্য অন্য কোনও পথ নেওয়ার আর্জি জানাচ্ছি ভারতীয় দূতাবাসের কাছে। সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’

অভিনেতা আদিল হুসেইন লিখছেন, ‘সব জায়গায় যুদ্ধ বন্ধ করুন’ এছাড়া জাভেদ আখতার, স্বরা ভাস্কর, রিচা চড্ডা সহ আরও অনেকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগে প্রকাশ করেছেন।

গত কয়েক বছর ধরেই পূর্ব ইউক্রেনে সরকার বাহিনীর সঙ্গে ‘রাশিয়ার মদতপুষ্ট’ বিদ্রোহীদের লড়াই চলছে। গত বৃহস্পতিবার ইউক্রেনের উপরে হামলা চালাল রাশিয়া। ফলত সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। প্রাণ ভয়ে মেট্রো স্টেশনে ঠাঁই নিয়েছেন ইউক্রেনের বহু বাসিন্দা। সাধারণ মানুষের এই দুর্দশরা ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে উদ্বেগে গোটা বিশ্ব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular