Bollywood: বলিউডের সেরার সেরা চুম্বন দৃশ্য

বলিউডের (Bollywood) এমন কিছু ছবি রয়েছে, যা কিছু না কিছু ছাপ ফেলে যায় দর্শকদের মনে। কখনও ছবির গান, কখনও আবার গল্প, কখনো অভিনেতা-অভিনেত্রীদের মন ভোলানো…

Bollywood best kissing scene

বলিউডের (Bollywood) এমন কিছু ছবি রয়েছে, যা কিছু না কিছু ছাপ ফেলে যায় দর্শকদের মনে। কখনও ছবির গান, কখনও আবার গল্প, কখনো অভিনেতা-অভিনেত্রীদের মন ভোলানো অভিনয়। তবে এগুলো ছাড়াও বেশ কিছু সংযোজন থাকে ছবিতে যা মুহূর্তে ছবিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। ছবিতে তেমনই এক বিষয় হল চুমুর দৃশ্য। চলুন জেনে নেওয়া যাক, বলিউডের সেরার সেরা ঘনিষ্ঠ চুমুর দৃশ্য কোনগুলো।

কবীর সিং: এই ছবি মুক্তির আগে থেকেই এই খবরের শিরোনামে ছিল। এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে শাহিদ কাপুরকে দেখেছেন দর্শকরা। ছবিতে একাধিক চুমুর দৃশ্যে ধরা দিয়েছিলেন শাহিদ-কিয়ারা।

   

Bollywood best kissing scene

যব উই মেট: যব উই মেট ছবিটি আজও দর্শকদের চোখে ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে রয়ে গেছে। ছবিতে চুমুর দৃশ্যে ধরা দিয়েছিলেন শাহিদ কাপুর ও করিনা কাপুর। এই ছবির সেট থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

Bollywood best kissing scene

রামলীলা: রামলীলা ছবিতে দীপিকা আর রণবীরের অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে একসময় বেশ চর্চা হয়েছিল। ছবিতে তাদের বেশ কিছু ঘনিষ্ঠ চুমুর দৃশ্য ছিল যা আজও দর্শকরা মনে রেখেছেন।

Bollywood best kissing scene

ধুম: ধুম ছবিতে চুমুর দৃশ্যে অভিনয় করেছিলেন হৃত্বিক এবং ঐশ্বর্য। ছবিতে এই দৃশ্য দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকদের। এর আগে এই দুই অভিনেতাকে এত ঘনিষ্ঠ মুহুর্তে দর্শকমহল দেখেননি।

Bollywood best kissing scene

মালাঙ্গ: মালাঙ্গ ছবিতে নয়া পোজে চুমু খেয়ে ঝড় তুলেছিলেন দিশা পাটানি। মলঙ্গ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর।

মাডার: ইমরান হাশমিকে কিসিং গুরু বলা হয় বলিউডের। ইমরানের ছবিতে চুমুর দৃশ্য থাকবে না তা কখনো হয়না।মাডার ছবিতে ইমরান হাসমি একাধিক অন্তরঙ্গ ছবিতে ধরা দিয়ে খবরের শিরোনামে নাম লিখিয়েছিলেন।

Bollywood best kissing scene

ব্যান্ড বাজা বারাত: ব্যান্ড বাজা বারাত ছবিতে অনুষ্কা ও রণবীর সিং-এর চুমুর দৃশ্য ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। শোনা যায় এই ছবির সেট থেকেই নাকি এই দুই সেলেবের প্রেমের সম্পর্ক গড়েছিল। যদিও তা বেশিদিন টেকেনি।

যব তক হ্যায় জান: সাধারণত বলিউডের কিং খানকে তেমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় না। তবে ক্যাটরিনার সাথে যব তক হ্যায় জান ছবিতে চুমুর দৃশ্যে শাহরুখ খানকে দেখে নজর ফেরাতে পারেননি অনুরাগীরা।