জ্যাকলিনের বিদেশ যাত্রার ক্ষেত্রে শর্ত রাখল আদালত

সম্প্রতি আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। এমনকি অভিনেত্রীর বিদেশ সফরের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ঠকবাজ সুকেশের সঙ্গে ২০০ কোটির প্রাতরাণার…

Bollywood actress Jacqueline Fernandez

সম্প্রতি আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। এমনকি অভিনেত্রীর বিদেশ সফরের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ঠকবাজ সুকেশের সঙ্গে ২০০ কোটির প্রাতরাণার মামলায় নাম জড়ানোর পর ইডি অভিনেত্রীর নামে লুক আউট নোটিশ জারি করে গত বছর।জানা গিয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজ গত মাসেই দিল্লি আদালতে ১৫ দিন দেশের বাইরে থাকার অনুমতি চেয়েছিলেন আবু ধাবি যাওয়ার জন্য। আইফা অ্যাওয়ার্ড উপলক্ষেই সে দেশে যাওয়ার কথা আছে জ্যাকলিনের। অবশেষে আদালত সম্মতি দিল।

এমনকি তাঁর নামে জারি হওয়া লুক আউট নোটিশও স্থগিত থাকবে ওই ক’দিন। তবে এক্ষেত্রে জ্যাকলিনকে শর্ত দিয়েছে আদালত। যেখানে বলা হয়েছে, ৩১ মে থেকে ৬ জুন দেশের বাইরে থাকার অনুমতি পেয়েছেন। অর্থাত্‍ ১ সপ্তাহ। আর এই জন্য তাঁকে ৫০ লক্ষ টাকা জমা রাখতে হয়েছে। সঙ্গে আরবে কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন সেই তথ্যপ্রমাণও জ্যাকলিনককে তুলে দিতে হবে আদালতের হাতে। আর জ্যাকলিন যদি শর্ত ভঙ্গ করেন, দেশে না ফেরেন তবে তাঁর সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

Advertisements

আর্থিক প্রতারণার কান্ডে নাম জড়িয়েছে বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ঠকবাজ সুকেশের। ঠকবাজের সঙ্গে অভিনেত্রীর কি সম্পর্ক ছিল? তার থেকে কি কি উপহার পেয়েছিলেন সেই সমস্ত কিছু তলব করেছিল আদালত।