IPL Final : গড়াপেটা হয়েছে আইপিএল ফাইনালে! নেটিজেনরা সরব

সুন্দর অনুষ্ঠান, চার-ছয়, উইকেট, ক্যাচ… সবই হল তবু যেন স্বস্তি নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ফাইনাল (IPL Final) শেষে অনেকের মুখে তেতো ভাব। ম্যাচ গড়াপেটা…

সুন্দর অনুষ্ঠান, চার-ছয়, উইকেট, ক্যাচ… সবই হল তবু যেন স্বস্তি নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ফাইনাল (IPL Final) শেষে অনেকের মুখে তেতো ভাব। ম্যাচ গড়াপেটা হয়েছে, অভিযোগ তুলেছেন ক্রিকেট-অনুরাগীদের অনেকে। গুজরাট টাইটানস (GT vs RR) চ্যাম্পিয়ন হয়েও যেন ট্র্যাজিক নায়ক।

রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএল ফাইনাল। রাজস্থান রয়্যালসের মুখোমুখি গুজরাট টাইটানস। প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ১৩০ রান তুলেছিল রাজস্থান। টুর্নামেন্টের সেরা জস বাটলার, যিনি একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েছেন, সেই তিনিও বেশি রান করতে পারেননি। ৩৯ রানে আউট হয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন সবার সামনে। ১৮.১ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। তাঁরাই আইপিএল ২০২২-এর সেরা। 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

গুজরাট ম্যাচ জেতার পর গ্যালারিতে লাফিয়ে উঠেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের জয় শাহ। বিষয়টি ক্রিকেট প্রেমীদের অনেকের চোখে লেগেছে। বিসিসিআই কর্তার উচ্ছ্বাসে ফেটে পড়া কাঙ্ক্ষিত নয় বলে অনেকে মনে করছেন। 

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছিল #ফিক্সিং। সোমবার বেলার দিকেও হারিয়ে যায়নি এই ট্রেন্ড। অর্থাৎ, গুজরাটকে আইপিএল ট্রফি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। 

এক নেটিজেনের প্রশ্ন, ‘অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, জয় শাহ বিসিসিআই সেক্রেটারি, ম্যাচ হচ্ছে আহমেদাবাদে। আপনার কি হয়, বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হবে?’ কেউ আবার লিখেছেন, ‘পরের নির্বাচন গুজরাট।’