‘মাণ্ডিতে কী রেট চলছে?’ বিজেপি প্রার্থী কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ কংগ্রেস নেত্রীর!

শিয়রে লোকসভা নির্বাচন। একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল। তালিকায় রয়েছে গেরুয়া শিবিরও। রবিবার বিজেপির প্রকাশ করা প্রার্থী তালিকায় দেখা যায়,…

শিয়রে লোকসভা নির্বাচন। একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল। তালিকায় রয়েছে গেরুয়া শিবিরও। রবিবার বিজেপির প্রকাশ করা প্রার্থী তালিকায় দেখা যায়, শিকে ছিঁড়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতেরও। নিজের জন্মভূমি হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন তিনি। উল্লেখ্য, আগেই তিনি ভোটে লড়বার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গেরুয়া শিবিরের হাত ধরে সেই ইচ্ছাই এবার বাস্তবায়িত হতে চলেছে অভিনেত্রীর। কিন্তু ভোটের ময়দানে নামতেই হাত শিবির থেকে কটাক্ষ ধেয়ে এল অভিনেত্রীর দিকে।

ঠিক কী ঘটেছে?
জানা গিয়েছে, রবিবার প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি পোস্ট দিয়ে রাজনীতিতে যোগদান ও প্রার্থী হওয়ার কথা জানিয়েছিল কঙ্গনা। এদিকে সোমবারই এক্স অ্যাকাউন্ট থেকে কঙ্গনার পুরোনো একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত লেখেন, ‘মাণ্ডিতে এখন কত দাম চলছে দয়া করে জানাবেন?’ তবে পরে এই পোস্টটি মুছে ফেলেন সুপ্রিয়া। ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে গিয়েছে তাঁর এই মন্তব্য।

   

Supriya Srinate Social Media Post

এদিকে, কংগ্রেস নেত্রীর ওই পোস্টকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে রাজনীতির আঙিনায়। এই পোস্টের বিরোধিতা করেন বিজেপি নেতা অমিত মালব্য থেকে শুরু করে বিজেপি নেতা শেহজাদ পুনেওয়ালা সহ আরও অনেকে।

আরও পড়ুন: BJP;অবশেষে বিজেপির টিকিটে লড়তে চলেছে,বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত 

কঙ্গনার পাল্টা
সোশ্যাল মিডিয়াতেই সুপ্রিয়াকে পাল্টা দিতে গিয়ে একটি পোস্ট করেন কঙ্গনা। তিনি লেখেন, ‘সম্মানীয় সুপ্রিয়া দেবী, গত ২০ বছরের কেরিয়ারে আমি বিভিন্ন ধরনের মহিলাদের চরিত্রে অভিনয় করেছি। কুইনে সাধারণ গ্রাম্য মেয়ে থেকে ধাকড়ে দুর্দান্ত দেখতে চর, মণিকর্নিকায় ঈশ্বর থেকে চন্দ্রমুখিতে ভূতের চরিত্রে অভিনয় করেছি। রাজ্জোতে বেশ্যার চরিত্রে অভিনয় করেছি, আবার থালাইভিতে নেত্রীর চরিত্রে।’ কঙ্গনা আরও লেখেন, ‘মহিলাদের শরীরের বিভিন্ন অংশের বিষয়ে অকারণ কৌতূহলের বাইরে যাওয়া উচিত আমাদের। সবথেকে বড় কথা, গালিগালাজ করার জন্য যৌনকর্মীদের কথা না টানাই ভালো। প্রতিটি নারীর মর্যাদা প্রাপ্য।’

Kangana Ranaut Social Media Post

কংগ্রেস নেত্রীর মন্তব্যে যখন পারদ চড়ছে ক্রমশ, ঠিক তখনই সাফাই দিতে আসরে নামেন সুপ্রিয়া। তিনি এক্স হ্যান্ডেলে আরও একটি পোস্ট দিয়ে, তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার কথা জানান। তাঁর মতে, তাঁকে যাঁরা চেনে, তাঁরা জানেন যে তিনি কখনোই এই ধরনের পোস্ট করতে পারেন না।

প্রসঙ্গত, রবিবার রাতে ১১ জনের একটি প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে মাণ্ডি থেকে টিকিট দেওয়া হয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। এই খবর নিমেষে চতুর্দিকে ছড়িয়ে পড়তে না পড়তেই সুপ্রিয়া শ্রীনাতের মন্তব্যকে কেন্দ্র করে ঝড় ওঠে রাজনীতির আঙিনায়।