
আমি বুদ্ধিজীবী না বুদ্ধুজীবী। বুদ্ধি থাকলে একাজ হত না। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে রাজ্যের সরকার এবং বুদ্ধিজীবীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বর্ষীয়ান অভিনেতা (Biplab Chatterjee) বিপ্লব চট্টোপাধ্যায়।
সরাসরি রাজ্যের সরকারের বিরুদ্ধে তোপ দেগে অভিনেতা বলেন, বুদ্ধি থাকলে এ কাজ হত না৷ সরকার এভাবে চলত না। সাংবাদিক উদ্দেশ্যে বলে ওঠেন বিদ্বজনদের বলুন গিয়ে। যারা পরিবর্তন করে নিয়ে এসেছে সরকারকে। তবে সময় হলে তিনিও পথে নামতে রাজি৷ এমনটাই জানিয়েছেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।
বিপ্লববাবু আমেরিকার উদাহরণ টেনে বলেন, ওয়াটারগেট কেলেঙ্কারিতে আমেরিকার প্রেসিডেন্ট ডিকসনকে সরিয়ে দিয়েছিল দু’জন সাংবাদিক। পারবে আমাদের কেউ এখানে? পারবে না। কারণ সবাই টাকার লোভে ঘুরছে। লোভ হচ্ছে সাংঘাতিক জিনিস। লোভে পাপ। পাপে মৃত্যু৷
প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে সরাসরি নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা৷ সেই ঘটনার প্রতিবাদে, ফের সরকার পরিবর্তনের ডাক কলকাতার বুকে মিছিলে নামেন বিদ্বজনেরা। সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে। সেই ঘটনার মাঝেই অভিনেতা বিপ্লবের মন্তব্যে শোরগোল পড়ে গেছে।










