Bipasha Basu Daughter Video: লাইমলাইটে বিপাশা কন্যা, ভিডিও প্রকাশ্যে আসতেই আবেগ নেটপাড়ায়

Bipasha Basu

Bipasha Basu Daughter Video: বলিউডের বিখ্যাত দম্পতি বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার, ব্যক্তিগত জীবন থেকে তাঁদের পেশা সব সময়ই খবরে থাকে। সম্প্রতি এদিকে বিপাশা বসু মেয়ে দেবীর একটি কিউট ভিডিও শেয়ার করেছেন। যা দেখে ভক্তরা আর চোখ ফেরাতেই পারছেন না।

Advertisements

See Bipasha Basu Daughter Video

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

বিপাশা বসু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা মেয়ের কিউট ঝলকটিতে গোলাপী পোশাক পরে খুব সুন্দর লাগছিলেন দেবী। ভিডিওটি সামনে আসার পরে, ভক্তরা প্রশংসায় ভরিয়েছেন। সুজান খান লিখেছেন, “ঈশ্বর আপনার সুন্দরী কন্যার মঙ্গল করুন।” একজন লিখেছেন, ওএমজি। আরেকজন লিখেছেন, দেবী খুব সুন্দর।

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

করণ এবং বিপাশার দেখা হয়েছিল Alone সিনেমার সেটে। দুজনেই বেশ কিছুদিন একে অপরকে ডেট করেছেন। কিন্তু এরপর ২০১৬ সালে তাঁরা বিয়ে করেন। 12 নভেম্বর 2022 এ অভিনেত্রী কন্যা সন্তানের জন্ম দেন। যাইহোক, বাবা-মা হওয়ার পরে, প্রায়শই দেবীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও শেয়ার করে। দুজনই এতদিন মেয়ের মুখ সোশ্যাল মিডিয়ায় খুব একটা প্রকাশ করতেন না। কিন্তু গত বছরের এপ্রিলে বিপাশা কন্যার মুখ দেখিয়েছিলেন। তারপর আবার এতদিন পর এখন বিপাশা সকলের সামনে দেড় বছর বয়সী দেবীর মুখ প্রকাশ করেছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)