Disha Patani: বিকিনি ফেভারিট দিশা পাটানির বোল্ড লুক

দিশা পাটানি (Disha Patani) বলিউডের অন্যতম হটেস্ট অভিনেত্রীদের মধ্যে একজন। বিকিনি নাকি তার পছন্দের পোশাক। সোস্যাল মিডিয়ায় মাঝেমাঝেই বিকিনি পরে সাহসী ছবি পোস্ট করেন তিনি।…

disha patani bikini

দিশা পাটানি (Disha Patani) বলিউডের অন্যতম হটেস্ট অভিনেত্রীদের মধ্যে একজন। বিকিনি নাকি তার পছন্দের পোশাক। সোস্যাল মিডিয়ায় মাঝেমাঝেই বিকিনি পরে সাহসী ছবি পোস্ট করেন তিনি। আর এই ছবি দেখে উত্তাপ বাড়ে নেটমাধ্যমে।

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম ফটোশুটের মাধ্যমে একটি অন্তর্বাস ব্র্যান্ডের প্রচার করেন। তার অবিশ্বাস্য ব্যক্তিত্বকে ফ্লান্ট করে একটি সংবেদনশীল পোস্টও করেন। ওই পোস্টটিতে বলিউড ডিভাকে ছবিতে ধাতব ধূসর ব্রা পরে থাকতে দেখা যাচ্ছে। একটিই মাত্র স্ট্র্যাপ রয়েছে। সেটাও আবার ধূসর রঙের। বিকিনি বটমগুলিও তিনি ম্যাচিং করে পরেন৷ বাউন্সি টাউসড হেয়ারস্টাইলে একেবারে আগুন ঝরাচ্ছেন তিনি।

https://www.instagram.com/p/ClQOXMCsu6v/?utm_source=ig_web_copy_link

ফিটনেশ ধরে রাখতে অত্যন্ত কঠোর পরিশ্রম করার জন্য পরিচিত দিশা। অভিনেত্রী তাঁর ফটোশুটগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পছন্দ করেন। ফ্যাশন বাছাইয়ে তিনি ভক্তদের কখনও নিরাশ করেন না। দিশা প্রায়ই তাঁর বিকিনি পরা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। দিশা বিকিনি ছবি ইন্টারনেটে ঝড় তোলে সবসময়।

Advertisements

https://www.instagram.com/p/Cj-alNrMmBM/?utm_source=ig_web_copy_link

সামনে বেশ কয়েকটি ছবির কাজ হাতে রয়েছে অভিনেত্রীর। প্রজেক্ট কে-তে দীপিকা পাড়ুকোন, প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও দিশা ‘যোধা’ সিনেমায় কাজ করছেন। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করায় অভিনেত্রী বেশ উত্তেজিত। জানা যাচ্ছে দিশা ও সিদ্ধার্থ গত বছরের ডিসেম্বরে ছবির শুটিং শেষ করেছেন।