Uorfi Javed: নরম-গরম ছোট্ট পোশাকে উষ্ণতা ছড়াচ্ছে নেট দুনিয়ায় বিগ বস তারকা

নেটদুনিয়ায় একটু কান পাতলেই শোনা যাবে উরফি জাভেদ (Uorfi Javed) বেশ চর্চিত বর্তমান সময়ে। পেশাগতভাবে এই মহিলা অভিনেত্রী, 2016 সালে জি টিভির ‘বড়ে ভাই কি…

Uorfi Javed

নেটদুনিয়ায় একটু কান পাতলেই শোনা যাবে উরফি জাভেদ (Uorfi Javed) বেশ চর্চিত বর্তমান সময়ে। পেশাগতভাবে এই মহিলা অভিনেত্রী, 2016 সালে জি টিভির ‘বড়ে ভাই কি দুলহানিয়া’ নামক সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। ভারতে বর্তমানে তার পোশাক নিয়ে বহুল চর্চিত হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।

Advertisements

কখনো তিনি পরে কাঁচের পোশাক আবার কখনো ধারালো ব্লেড এর পোশাক পরিধান করেন, আবার কখনো পরিধান করেন চেন-তালা কখনো বা থলে। এই বিভিন্ন ধরনের অদ্ভুত পোশাক পরিধান করার জন্য সমালোচকরা তীব্র কটুক্তি করেই থাকেন। কিন্তু, এই অসীম সাহসের অধিকারিণী সকল নেতিবাচক মন্তব্যের তোয়াক্কা না করে তিনি তার মনের মর্জি হয়ে ওঠেন। বিশেষত, এই অভিনেত্রী সকলের নজর কাড়ে গত বছর হয়ে যাওয়া সর্বপ্রথম ওটিটিতে ‘বিগ বস’ নামক রিয়ালিটি শো থেকে। উরফি বহুল চর্চিত হওয়ার দরুন ইনস্টাগ্রামে তার ফলোয়ার উর্ধমুখী। প্রায় নিত্যদিনই কিছু না কিছু পোস্ট করতে থাকে তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে।

   

https://www.instagram.com/reel/CjccKNsqBTI/?utm_source=ig_web_copy_link

তেমনই আজ এক পোশাক পড়ে একটি ছোট্ট রিল বানিয়ে সকল পুরুষদের প্রতিবারের মতো স্পন্দন বারিয়ে দিয়েছে এই লাস্যময়ী কন্যা। উরফির পরনে রয়েছে বিকিনি ধরণের প্যান্ট এবং বক্ষ যুগল ঢেকে রেখেছেন সামুদ্রিক শাঁখ দিয়ে। এই রীল পোস্ট করা মাত্রই মন্তব্যের জোয়ার এসে পড়েছে তার কমেন্ট বক্সে, রয়েছে কিছু সমালোচকদের মন্তব্যও।

এই অভিনেত্রী এমন কিছু পোষাক পরে যা সাধারণ মানুষের কল্পনার অতীত। এক কথায় বলা যেতে পারে, অসম্ভব কে সম্ভব করে দেখানোর অপর নাম উরফি জাভেদ। এই অভিনেত্রী শুধু অসম্ভবকে সম্ভব করে দেখানোই নয়, আট থেকে আশি সকল বয়সের পুরুষদেরই চিত্ত চাঞ্চল্য করার অপর নাম উরফি। উরফির পোশাকের বিভিন্ন রকম দেখে পুরুষদের বেড়ে যায় শরীরের তাপমাত্রা।