Bigg Boss 17: বিগ বসের ঘরে প্রায়শই একে অপরের সঙ্গে তুমুল অশান্তি করেন ভিকি এবং অঙ্কিতা। পরিস্থিতি বেশিরভাগ সময়ই চলে যায় হাতের বাইরে। এই কারণে, দুজনের মা-ও শোতে এসে দম্পতিকে বুঝিয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, দুজনের মধ্যে যতই বাকবিতন্ডা হোক না কেন, কিছুক্ষণের মধ্যেই আবার তাঁদের সবকিছু ভুলে স্বাভাবিক হয়ে যায়। যদিও সম্প্রতি অঙ্কিতা রেগে গিয়ে ভিকির সঙ্গে ডিভোর্সের কথাও তুলেছিলেন। এই ক্লিপটি মানুষের মধ্যে আলোচনার বিষয়ও হয়ে ওঠে। কিন্তু এবার ঘটে গেল অন্য ঘটনা।
আরও পড়ুন: Disha-Mouni: বিকিনি পরে মৌনির সঙ্গে বিশেষ মুহূর্তে দিশা!
এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা গিয়েছিল যে ভিকি জৈন এবং অভিষেক কুমারের মধ্যে তর্কের সময়, অঙ্কিতার স্বামী এতটাই রেগে গিয়েছিলেন যে মনে হয়েছিল যেন তিনি তাঁকে প্রকাশ্যেই চড় মারার চেষ্টা করছেন। কিন্তু এখানে অঙ্কিতার তো কোনো দোষ নেই। তাহলে ভিকি তাঁকে মারতে গেলেন কেন। আসলে, অভিষেক এবং ভিকির মধ্যে খাবারের সামগ্রী নিয়ে তর্ক চলছিল, আর এর মধ্যেই অঙ্কিতা লোখান্ডে তাদের কথোপকথনে হস্তক্ষেপ করতে শুরু করে, যার কারণে ভিকি খুব বিরক্ত হয়েছিলেন। এবং তেড়ে এসেছিলেন।
Vicky almost slapped Ankita lokhande almost 💀#BiggBoss17 #AnkitaLokhande pic.twitter.com/Db3B3Uhhcl
— 𝕏⁷ (@pratikxlucifer) December 22, 2023
ভিকির আচরণে অঙ্কিতাও বাকরুদ্ধ হয়ে যান। রুমের ভিতরে উপস্থিত অন্যান্যরাও যে এই বিষয়টি ভালো চোখে দেখছেন না। তা তাঁদের প্ৰতিক্রিয়া দেখে ভালোই বোঝা গিয়েছে। ভিকির অ্যাকশন দেখে অরুণ বললেন, “আজ কি দেখলাম?” তবে, ভিকি অঙ্কিতাকে মারতে চাওয়ার দাবি অস্বীকার করেছেন। বলেছেন যে তিনি অঙ্কিতাকে চড় মারার চেষ্টা করেননি। কম্বল নিতে গিয়ে বিষয়টা এইভাবে সামনে এসেছে। অঙ্কিতাকেও তাঁর স্বামীর পাশে দাঁড়িয়েছেন এই প্রসঙ্গে।
Offoo Vicky Jain almost tried to hit slap #AnkitaLokhande pic.twitter.com/XW11KX46yG
— Bigg Boss 17 live (@Biggboss17_live) December 22, 2023
উল্লেখ্য, অঙ্কিতার প্রতি ভিকির এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরাও। মন্তব্যে ভরছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ভিকি কতটা হিংস্র যে সকলে সামনেই নিজের স্ত্রীকে চড় মারতে যাচ্ছিলেন। অন্য একজন বলেছেন, অঙ্কিতাও জানতেন কী ঘটেছে, কিন্তু সম্পর্কের খাতিরে চুপ করে রইলেন। তৃতীয় জনের কথায়, অঙ্কিতার স্বাভাবিক প্রতিক্রিয়া খুবই দুঃখজনক লেগেছে। এবার Big Boss 17-র হোস্ট সলমান খান এই নিয়ে কী প্রতিক্রিয়া জানান, তা দেখার জন্য চোখ রাখুন বিগ বসের ঘরে।