প্রয়াত বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব, শোকের ছায়া টলিপাড়ায়

টলিপাড়ায় আবার শোকের ছায়া । আজ শনিবার সকাল হওয়ার আগেই ভেসেএলো খারাপ খবর । প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর জানা যায় অভিনেতা…

Bengali actor Partha Sarathi Deb

টলিপাড়ায় আবার শোকের ছায়া । আজ শনিবার সকাল হওয়ার আগেই ভেসেএলো খারাপ খবর । প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর জানা যায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রর ফেসবুক পোস্ট থেকে।আর্টিস্ট ফোরামের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়, ২২ মার্চ রাত ১১.৫০ মিনিটে মৃত্যু হয়। আর্টিস্ট ফোরামের তরফে শোকজ্ঞাপন করে জানানো হয়, ‘তাঁর অকাল প্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। আজ ২৩ মার্চ, ২০২৪ টেকনিশিয়ানস স্টুডিয়োতে ১২টার সময় অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে।

পার্থ সারথি দেবের মৃত্যুতে আর্টিস্ট ফোরামের বিবৃতি
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন পার্থ সারথি দেব। সিওপিডি-র সমস্যা ছিল তাঁর। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রর সহ তাঁর বিভিন্ন সহ শিল্পীরা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুকের পাতায় লেখেন, ‘চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থসারথি দেব।’

অভিনেত্রী রপাঞ্জনা মিত্রও পার্থসারথি দেবকে নিয়ে নিজে ফেসবুকে পোস্ট করেন। ‘পার্পল ষ্টুডিওতে তোমার এক ছবির কাজ চলছিল আর আমাদের অনুরাগের ছোঁয়ার শুট চলছিল..তুমি নিজে এসে দেখা করে গেলে..,কয়েকজন তোমার চেনা শিল্পী আছো জেনে তুমি তোমার শট দিয়ে আমাদের সিন দেখতে এসেছিলে, এই তো গেলো মাসের কথা.. court scene চলছিল আমাদের।

রূপাঞ্জনা আরও লেখেন, জানতাম না ওইটাই আমাদের শেষ দেখা..ইন্ডাস্ট্রিতে কিছু সিনিয়র শিল্পীদের মধ্যে তুমি সেই একজন যে আমাদের মতন নতুন শিল্পীদের bully হওয়া থেকে বাঁচাতে সেই সময়..স্নেহ এবং সাহায্যের হাত সব সময় বাড়িয়ে দিতে তাই আমরাও তোমাকে সম্মানের স্থানেই রেখেছি এবং রাখবো।

তবে দীর্ঘ ৪০ বছর অভিনয় দুনিয়ার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেতা পার্থসারথি দেব। তাঁকে চেনেন না টেলিভিশনের এমন দর্শক খুব কমই আছেন। বহু ধারাবাহিক সহ ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। নাটকের মঞ্চেও দেখা মিলেছে তার। ‘চুনী-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে অভিনেতাকে। গত ১৭ মার্চই তাঁকে ভেন্টিলেশনে রাখার খবর পাওয়া গিয়েছিল। পরিবারিক জীবনে তিনি একাই দিনযাপন করছিলেন বলে জানা যায়। কারণ পার্থসারথির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন স্ত্রী বিনীতা। এর পরেই আইনি বিচ্ছেদ হয় তাদের। প্রাক্তন স্বামীর অসুস্থতার খবর অজানা নয় তাঁর, তবে অভিনেতার অসুস্থতায় প্রাক্তন স্ত্রী বিনীতা বা তাঁর মেয়ে কেউই খোঁজ নেননি বলেই জানা গিয়েছে ।