HomeEntertainmentKarna Subarna’er Guptodhon: গুপ্তধন আর অজানা রহস্যে সন্ধানে ফের আসছে সোনাদা

Karna Subarna’er Guptodhon: গুপ্তধন আর অজানা রহস্যে সন্ধানে ফের আসছে সোনাদা

- Advertisement -

Karna Subarna’er Guptodhon: ইতিহাস, লুকোনো সম্পদ, টানটান উত্তেজনা, অজানা রহস্য আর সোনাদা। সঙ্গী আবীর আর ঝিনুকে নিয়ে আরও একবার রহস্যের সন্ধানে বেরিয়ে পড়বেন সোনাদা। সোনাদা ফ্রাঞ্চাজির নতুন ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। প্রযোজনা সংস্থা এসভিএফের তরফ থেকে জানানো হয়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা। পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায়ের বলেন, ‘আমাদের প্রজন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু। কিন্তু এই প্রজন্মের বড় হওয়া জড়িয়ে থাকবে এমন চরিত্র কই? এখন সমস্ত সম্পর্কের সমীকরণ বদলেছে, পরিস্থিতি বদলেছে। নতুন প্রজন্ম নিজেদের সঙ্গে মেলাতে পারবে সেই ভাবনা থেকেই সোনাদার জন্ম। আর সোনাদা কখনও দেশে বিদেশে যায় না। বাংলার মধ্যেই ঘোরাফেরা করে তার সমস্ত গল্প। আমি সোনাদার প্রতিটা গল্পেই বাংলার সংস্কৃতি, ইতিহাসকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। বিষয়টা অনেকটা খেলার ছলে পড়ানোর মত। যাতে ছোটদের বাংলার ইতিহাসের প্রতি আগ্রহ বাড়ে। ঠিক যেমনটা হত আমাদের ছোটবেলার কমিকসে।’

   

করোনার সময় হল যখন দর্শকের অভাবে খাঁ খাঁ করছে তখন ধ্রুব বন্দোপাধ্যায়ের ছবি ‘গোলন্দাজ’ দর্শক ফিরিয়েছিল হলে। সোনাদা ফ্রাঞ্চাজির নতুন ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ নিয়ে তাই দর্শকদের প্রত্যাশা দ্বিগুণ ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular