এখনই চালু হচ্ছে না আন্তর্জাতিক উড়ান, জানাল কেন্দ্র

করোনার সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণে চলে এলেও এখনই স্বাভাবিক হচ্ছে না আন্তর্জাতিক উড়ান পরিষেবা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এদিন জানিয়েছে, পরবর্তী নির্দেশ জারি না হওয়া…

Omicron: London flight will not land in Kolkata, Mamata decides

করোনার সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণে চলে এলেও এখনই স্বাভাবিক হচ্ছে না আন্তর্জাতিক উড়ান পরিষেবা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এদিন জানিয়েছে, পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচল আগের মতোই বন্ধ থাকবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা আতঙ্কের কারণে এখনই কেন্দ্র আন্তর্জাতিক উড়ান চলাচল শুরু করার ঝুঁকি নিলনা। উল্লেখ্য, করোনা মহামারী শুরু হওয়ার পর ২০২০ সালের ২৩ মার্চ ভারত সরকার আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে মানুষের চাহিদার কথা মাথায় রেখে এই মুহূর্তে ৪৫ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তির মাধ্যমে বিমান চালাচ্ছে ভারত। কিন্তু সে ক্ষেত্রেও প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক বিমান চালানো হচ্ছে। 

   

মাঝে করোনার দাপট অনেকটা নিয়ন্ত্রণে আশায় অনেকেই মনে করেছিলেন, খুব শীঘ্রই আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হতে পারে। এমনকি কেন্দ্র তরফেও মার্চের মাঝামাঝি নাগাদ আন্তর্জাতিক বিমান চালানোর একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়ে দিল, আপাতত পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছিল, আপাতত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু এদিন সেই সময়সীমা শেষ হওয়ার আগেই কেন্দ্র পরবর্তী নির্দেশের কথা জানিয়ে দিল। তবে কবে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হবে সে বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে এদিন কিছুই বলা হয়নি। যে সমস্ত দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তির মাধ্যমে বিমান চলছে সেগুলি যথারীতি চলবে বলে জানানো হয়েছে।