বাংলা ধারাবাহিকে নজরকাড়া জনপ্রিয়তা, মিঠাই ঘিরে ড্রইংরুম এখন সরগরম

বায়োস্কপ ডেস্ক, কলকাতা- একটানা ৩৪ সপ্তাহ ধরে টিআরপি-র তে নিজের জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিক বর্তমানে সাধারণ মানুষের ড্রইংরুমে জাঁকিয়ে বসেছে।…

mithai

বায়োস্কপ ডেস্ক, কলকাতা- একটানা ৩৪ সপ্তাহ ধরে টিআরপি-র তে নিজের জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিক বর্তমানে সাধারণ মানুষের ড্রইংরুমে জাঁকিয়ে বসেছে। সিদ্ধার্থের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠার কাহিনি হোক, মোনোহরার সম্মান রক্ষা, সব বিষয়ে পারদর্শী জিনিয়াস বৌমা। মাঝেমধ্যে খুঁটিনাটি অশান্তিতে জড়িয়ে পড়লেও, শেষ হাসি মুখে যেন লেগে থাকে মিঠাইয়ের। সেই মনোহরায় এখন নতুন ঝড়।

সিদ্ধার্থকে উচিত শিক্ষা দ্বিতীয় মিঠাই এর সঙ্গে কড়া টক্করে নামতে, পরিবারে হাজির হয়েছে তোর্সা। পরিবারের বড় বউ বলে কথা। কিন্তু তার স্বভাবের জেরেই তাঁকে প্রতিটা মুহূর্তেই ছোট হতে হচ্ছে।

   

Trina Saha

বর্তমানে এই গল্প ঘিরেই মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। একদিকে মনোহরা ভাগ হয়ে যাওয়া, তিন-তিনটে মিষ্টির দোকান হাতছাড়া হওয়া, তার উপর তোর্সার প্রতিটা মুহূর্তে বাঁকা কথার উত্তর দেওয়া, দিনদিন মিঠাই যেন আরো পরিণত হয়ে উঠছে পরিবার রক্ষার খাতিরে।

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

 

<

p style=”text-align: justify;”>এখানেই শেষ নয়, পাশাপাশি এই ধারাবাহিকে সবথেকে বেশি নজর কাড়ছে সিদ্ধার্থের দিন দিন নিজেকে পাল্টে ফেলা। মিঠাই এর মুখ চেয়ে মাঝেমধ্যেই এখন প্রতিবাদ করছে সিদ্ধার্থ মোদক। আবার গল্পের আরো একদিকে বড় অংশ দখল করে রয়েছে সমরেশ। বাড়ির বড় ছেলে, অবশেষে কি মন থেকে মেনে নিতে পারছে মিঠাইকে! মনের কথা খুলে বলতে গিয়ে মাকে তিনি জানিয়ে দিলেন, মিটিং মেয়ে হিসেবে ভালো কিন্তু সিদ্ধার্থের পাশে অযোগ্য। তবুও মিঠাইয়ের দেওয়া প্রস্তাব এখন আর ফেলে দিতে পারেন না তিনি। এইটুকু সম্মান পেয়ে আপাতত বেশ সুখে আছে মিঠাই রানী।