ফের বিনোদন জগতে ঘটল নক্ষত্র পতন। প্রয়াত হলেন পরিচালক তরুণ মজুমদার। জানা গিয়েছে, সোমবার ১১:১৭ মিনিটে এসএসকেএম-এ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। প্রসঙ্গত, গত ১৪ জুন থেকে কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এসএসকেএম সূত্রে খবর, রবিবার রাত থেকেই তাঁর (Tarun MaiMajumdar) শারীরিক অবস্থার অবনতি হয়। যার জেরে তাকে ভেন্টিলেশনে নিয়ে যান চিকিৎসকরা। তিনি পাঁচ চিকিৎসকের তত্বাবধানে ছিলেন।
পরিচালকের প্রথম পরিচালিত সিনেমা ছিল ‘চাওয়া পাওয়া’। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দেন তিনি। পরিচালক পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন।
শুধু তাই নয়, ৫ বার জাতীয় পুরষ্কারও নিজের ঝুলিতে পুড়েছিলেন এই কিংবদন্তি পরিচালক।