Subhashree Ganguly: লাল গাউনে ভাইরাল রাজ-জায়া শুভশ্রী

বর্তমান প্রজন্মের বাংলা অভিনেত্রীদের মধ্যে অন্যতম শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। প্রায় এক দশক ধরে গোটা বাংলাকে একের পর এক অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি।

Subhashree Ganguly's Red Gown Look Goes Viral, Leaving Fans Amazed

বর্তমান প্রজন্মের বাংলা অভিনেত্রীদের মধ্যে অন্যতম শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। প্রায় এক দশক ধরে গোটা বাংলাকে একের পর এক অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি। সম্প্রতি হৈচৈ এ মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওটিটি সিরিজ ইন্দোলার হাতে হোটেল আর সেখানেও সাবলীল ভাবে অভিনয় করেছেন তিনি।

এক কথায় বলা যায় ২০০৯ সালে যে শুভশ্রী গাঙ্গুলীকে আমরা দেখেছিলাম তাঁর সাথে এখনকার শুভশ্রী গাঙ্গুলী পুরোপুরিভাবেই আলাদা, কারণ তিনি নিজেকে শিখিয়ে নিয়েছেন ঠিক সেই কারণেই অভিনয় দক্ষতা আগের থেকে বেড়েছে অনেকটাই। চ্যালেঞ্জ, পরিণীতা, খোকাবাবু রোমিও খোকা ৪২০ প্রভৃতি সিনেমায় একের পর এক অভিনয় করেছেন তিনি।

যা আজও তরুণ প্রজন্মের কাছে খুবই পছন্দের। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের ভূমিকায় দেখা যায় তাঁকে। আর সেখানেও একই ভাবে নিজের দায়িত্ব সামলানো অভিনেত্রী। অন্যদিকে স্বামী এবং পুত্রকে নিয়েও সফল গৃহিনীর পরিচয় দিয়েছেন তিনি সব মিলিয়ে নিজের কর্মজীবন এবং ব্যক্তি জীবনকে এক সূত্রে গেঁথে রেখেছেন অভিনেত্রী।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

তবে এসবের পাশাপাশি অভিনেত্রী ছবি তুলতে খুব পছন্দ করেন ঠিক সেই কারণে মাঝে মধ্যেই অভিনেত্রীকে দেখা যায় বিভিন্ন নতুন অবতারে। আর সেই সমস্ত ছবি মাঝেমধ্যেই তিনি নিজের instagram হ্যান্ডেলে শেয়ার করে নেন ভক্তদের সাথে সম্প্রতি ঠিক সেরকমই কিছু ছবি অভিনেত্রী ভাগ করে নিয়েছেন সকলের সাথে যেখানে দেখা যাচ্ছে লাল রংয়ের গাউনের উষ্ণতা ছড়াতে ব্যস্ত অভিনেত্রী। সাথে রয়েছে মানানসই হালকা মেকআপ এবং কানের দুল যা তাঁর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে।