Srabanti Chatterjee: খোলা চুল-হালকা মেকআপে পুরুষদের নিদ্রাহীন করছেন শ্রাবন্তী

srabanti chatterjee

ইদানিংকালে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ( Srabanti Chatterjee ) দেখা যাচ্ছে নিজের মতো করে সময় কাটাতে। কখনো তিনি করছেন লাস্যময়ী ফটোশুট আবার কখনো তিনি রয়েছেন পার্টি মুডে আবার কখনো তিনি সময় কাটাচ্ছেন জিমে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেক দূরেই ব্যক্তি হয়ে গেছে যেমন কাছের তেমনি আবার অনেক অজানা অনেক অদেখা জিনিস আসছে সাধারণ মানুষের দৃষ্টিগোচরে। তেমনি ‘সুপারহিট কোকাকোলা’ লেডিকে দেখতে পাওয়া যাচ্ছে এখন পার্টি মুডে। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ইনচাগ্রাম একাউন্ট থেকে সদ্য পোস্ট করা একটি ছোট ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রী কোনো এক পাঁচতারা হোটেলে ডিজাইনার মাধবের জন্মদিন পালন করছেন।

   

অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের বডিসেপিং স্লীভলেস ড্রেস। এই সাহসী পোশাকে অভিনেত্রীর দিক থেকে চোখ সরাতে পারবেনা আজকের যুবকরা। মনোমোহিনী রূপে অভিনেত্রীকে দেখতে লাগছে লাশ্যময়ী। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্রই ৪৬হাজারের উপরে। এই ভিডিও নতুন করে আলোচনার ঝড় তুলেছে দর্শক মহলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন